শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪ | ২৯ অগ্রহায়ণ, ১৪৩১ | ১১ জমাদিউস সানি, ১৪৪৬

মূলপাতা চট্ট-মেট্টো

চট্টগ্রাম প্রেসক্লাবের দায়িত্বে আবারো আব্বাস-ফরিদ



রাজনীতি সংবাদ প্রতিবেদন
প্রকাশের সময় : ৩১ ডিসেম্বর ২০২০, ৮:৩৮ অপরাহ্ণ

চট্টগ্রাম প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে পুনরায় নির্বাচিত হয়েছেন আলী আব্বাস ও ফরিদ উদ্দিন চৌধুরী (চৌধুরী ফরিদ)। আজ বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত প্রেসক্লাবে ভোট গ্রহণ করা হয়। মোট ২৫৬ ভোটারের মধ্যে ২৪০ জন ভোট দেন। ক্লাবের কার্যনির্বাহী কমিটির ১৫ পদে ভোটাররা ভোট দেন। রাতে প্রধান নির্বাচন কমিশনার ওমর কায়সার ফল ঘোষণা করেন।

সভাপতি পদে এটিএন বাংলার ব্যুরো প্রধান আলী আব্বাস ১৬৫ ভোট পেয়ে পুননির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ প্রতিদিনের রিয়াজ হায়দার চৌধুরী পেয়েছেন ৭০ ভোট। সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ ১৮০ ভোট পেয়ে পুননির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মহসিন কাজী পেয়েছেন ৫৮ ভোট।

সিনিয়র সহসভাপতি সালাহউদ্দিন মো. রেজা, সহসভাপতি স ম ইব্রাহিম, যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ রাশেদ মাহমুদ, সাংস্কৃতিক সম্পাদক নাসির উদ্দিন হায়দার, গ্রন্থাগার সম্পাদক মিন্টু চৌধুরী, ক্রীড়া সম্পাদক দেবাশীষ বড়ুয়া, সমাজসেবা সম্পাদক আইয়ুব আলী ও প্রচার সম্পাদক আলীউর রহমান নির্বাচিত হয়েছেন।

চারটি কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন যথাক্রমে শহীদুল্লাহ শাহরিয়ার, মোয়াজ্জেমুল হক, দেবদুলাল ভৌমিক ও মনজুর কাদের মনজু।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর