মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪ | ১৭ বৈশাখ, ১৪৩১ | ২০ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা বিনোদন

‘বাবু খাইছো’ গান চুরির অভিযোগ, হিরো আলমের বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা


রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :১১ ডিসেম্বর, ২০২০ ২:৫৭ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

হিরো আলমের বিরুদ্ধে ফেসবুকে ভাইরাল হওয়া ‘বাবু খাইছো’ নাটকের গান চুরি করার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের হয়েছে। সোলস ব্যান্ডের অন্যতম সদস্য ও সংগীত পরিচালক মীর মাসুম বাদী হয়ে আদালতে এ মামলা করেন। মামলায় হিরো আলমের বিরুদ্ধে ‘বাবু খাইছো’ গানটির শিরোনাম, কথা, সুর চুরি ও বিকৃত করার অভিযোগ আনা হয়।

মীর মাসুম বলেন, ‘গত ৬ ডিসেম্বর আদালতে ডিজিটাল সুরক্ষা আইনের ২২, ২৩ ও ২৪ ধারায় হিরো আলমের বিরুদ্ধে মামলা করা হয়েছে। বিচারক মামলাটি শুনানি শেষে তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দিয়েছেন।’

এ বিষয়ে হিরো আলম বলেন, ‘বাবু খাইছো’ একটি ভাইরাল সংলাপ। এটি ফেসবুক থেকে নেওয়া। আমি ‘বাবু খাইছো’ নামের কোনো গান কপি করিনি। শুধু ফেসবুক থেকে ভাইরাল সংলাপ নিয়ে গানটি করেছি।”

গত ১১ সেপ্টেম্বর ইউটিউবে মুক্তি পায় একক নাটক ‘বাবু খাইছো?’। মুক্তির দুই মাসের মধ্যে নাটকটির ভিউ এক কোটি ছাড়িয়ে যায়। মূলত এই নাটকের শিরোনাম সংগীত তুমুল আলোচনার জন্ম দেয়। ‘বাবু খাইছো’ শিরোনামের গানটির কথা ও কণ্ঠ দেন মীর মারুফ, সুর করেন মীর মারুফের ভাই মীর মাসুম।

এই গানের সূত্র ধরে হিরো আলমও একটি গান গেয়েছেন। আর এটি নিয়েই তৈরি হয়েছে জটিলতা।

সূত্র: এনটিভি

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর