শনিবার, ২০ এপ্রিল, ২০২৪ | ৭ বৈশাখ, ১৪৩১ | ১০ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা আন্তর্জাতিক

ট্রাম্পকে পরাজয় মেনে নিতে বললেন দীর্ঘদিনের সহযোগী


রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :২৩ নভেম্বর, ২০২০ ১১:০০ : পূর্বাহ্ণ
Rajnitisangbad Facebook Page

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রেসিডেন্ট নির্বাচনে পরাজয় মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন ট্রাম্পের দীর্ঘদিনের সহযোগী রিপাবলিকান নেতা ক্রিস ক্রিস্টি। নিউজার্সি অঙ্গরাজ্যের সাবেক এই গভর্নর ট্রাম্পের আইনি সহায়তাকারী দলকে ‘জাতীয় পর্যায়ের বিব্রতকারী’ হিসেবে আখ্যায়িত করেছেন।

২০১৬ সালে ট্রাম্পকে প্রার্থী হিসেবে স্বীকৃতি দেওয়া প্রথম গভর্নর ছিলেন এই ক্রিস্টি। এ বছরের শুরুতে জো বাইডেনের বিপক্ষে বিতর্কের প্রস্তুতিতেও ট্রাম্পকে সহায়তা করেন তিনি।

প্রেসিডেন্ট ট্রাম্প এখন পর্যন্ত নির্বাচনে ডেমোক্র্যাট জো বাইডেনকে বিজয়ী বলা ভোটের ফল ঘুরিয়ে দিতে সচেষ্ট রয়েছেন। এই চেষ্টা বন্ধ করার আহ্বান জানিয়ে এবিসিকে রোববার ক্রিস্টি বলেন, ‘ট্রাম্প শিবির আদালতের বাইরে ভোট জালিয়াতির অভিযোগ তুলছে। কিন্তু আদালতের কাঠগড়ায় গিয়ে ভোট জালিয়াতির অভিযোগ তুলছে না তারা। আমি প্রেসিডেন্ট ট্রাম্পের সমর্থক। আমি তাঁকে দুবার ভোট দিয়েছি। কিন্তু, নির্বাচনের তো একটা প্রভাব আছে। যা ঘটেনি, তা বললে তো হবে না।’

ভোটের ফলাফল নিজের দিকে ঘোরানোর চেষ্টায় বহু রিপাবলিকান নেতা ট্রাম্পের পাশে দাঁড়িয়েছেন। কিন্তু অল্প হলেও কয়েকজন এরই মধ্যে ওই সারি থেকে সরে দাঁড়ানোর কথা জানিয়েছেন। স্থানীয় সময় গতকাল রোববার মেরিল্যান্ড অঙ্গরাজ্যের গভর্নর ল্যারি হোগান সংবাদমাধ্যম সিএনএনকে বলেন, ট্রাম্প শিবির ভোটের ফল পরিবর্তনের আশায় যা করেছে, ‘মনে হচ্ছিল আমরা একটা অথর্ব রাষ্ট্র।’

টুইটারে গভর্নর হোগান লেখেন, ‘গলফ খেলা বাদ দিয়ে পরাজয় মেনে নিন।’

মিশিগান অঙ্গরাজ্যের প্রতিনিধি পরিষদের সদস্য ফ্রেড আপটন সিএনএনকে বলেছেন, তাঁর অঙ্গরাজ্যের লোকজন জো বাইডেনকে বেছে নিয়েছেন। অন্যদিকে নর্থ ডাকোটার সিনেটর কেভিন ক্রিমার এনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বাইডেনের জয় মেনে নেওয়ার কথা বলেছেন।

সর্বশেষ ব্যাটলগ্রাউন্ড অঙ্গরাজ্য পেনসিলভানিয়ায় বড়ো ধাক্কা খেয়েছেন ট্রাম্প। তাঁর করা ডাকযোগের ভোট বাতিলের আবেদন খারিজ করে দিয়েছেন সেখানকার আদালত। অঙ্গরাজ্যটিতে ৮০ হাজার পপুলার ভোট বেশি পেয়ে জয়ের মাধ্যমে ২০টি ইলেকটোরাল ভোট পেয়েছেন জো বাইডেন।

এবারের নির্বাচনে ৩০৬টি ইলেকটোরাল কলেজ ভোট নিয়ে জয় পেয়েছেন রয়েছেন ডেমোক্র্যাট দলীয় প্রার্থী জো বাইডেন। ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২৩২ ভোট।

আগামীকাল মঙ্গলবার প্রথম মন্ত্রিসভা ঘোষণা দেবেন জো বাইডেন। তাঁর হোয়াইট হাউস চিফ অব স্টাফ নিযুক্ত হতে যাওয়া রন ক্লেইন রোববার একথা জানিয়েছেন। এবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প প্রশাসনকে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া শুরু করার আহ্বান জানান রন ক্লেইন।

সূত্র: বিবিসি

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর