রাজনীতি সংবাদ ডেস্ক
প্রথমবারের মত সিলেট থেকে ৬৮ জন যাত্রী নিয়ে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে গেল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। যাত্রী চাহিদা ও অভ্যন্তরীণ পর্যটন বিকাশের কথা বিবেচনায় এ বিমান চলাচল শুরু হলো। যা বাংলাদেশের অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনার ইতিহাসে প্রথম।
বৃহস্পতিবার দুপুর ১১ টা ৫০ মিনিটে বিমানটি সিলেট ওসমানী বিমানবন্দর থেকে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যায় বলে জানিয়েছেন বিমানের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম-পিআর) তাহেরা খন্দকার।
তিনি জানান, এখন থেকে সপ্তাহের প্রতি মঙ্গলবার ও বৃহস্পতিবার সিলেট থেকে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যাবে বিমানের ফ্লাইট।
এছাড়া কক্সবাজার-সিলেট রুটে সপ্তাহে দুইদিন রোববার ও মঙ্গলবার কক্সবাজার থেকে সিলেটের উদ্দেশ্যে ফ্লাইট ছেড়ে যাবে।
মন্তব্য করুন