শুক্রবার, ২ জুন, ২০২৩ | ১৯ জ্যৈষ্ঠ, ১৪৩০ | ১২ জিলকদ, ১৪৪৪

মূলপাতা চট্ট-মেট্টো

নগরীতে মাস্ক না পরায় ৮৯ জনকে জরিমানা


প্রকাশের সময় :১২ নভেম্বর, ২০২০ ১১:৪৭ : অপরাহ্ণ

রাজনীতি সংবাদ প্রতিবেদন

নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাস্ক ব্যবহার না করায় ৮৯ জনকে ১৭ হাজার ৭০০ টাকা জরিমানা করেছেন জেলা প্রশাসনের পরিচালিত ভ্রাম্যমাণ আদালত। এর মধ্যে ৩০ জনকে আটক করে মুচলেকা নেওয়া হয়।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) কোতোয়ালী থানাধীন টেরিবাজার, হাজারীগলি, চেরাগী পাহাড়, হকার্স মার্কেটে এলাকায় এ অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক ও মো. আলী হাসান।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক জানান, করোনা প্রতিরোধে মাস্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু অনেকেই অবহেলা করে মাস্ক পরিধান না করে জনাকীর্ণ এলাকায় ঘোরাঘুরি করছে । যার ফলে নিজেকে ও অন্যদেরকে স্বাস্থ্য ঝুঁকিতে ফেলছে। অভিযানে দেখা যায় বিভিন্ন পেশার মানুষ দোকানদার, চাকুরিজীবী, ড্রাইভার, যাত্রী, পথচারী এমনকি শিক্ষিত ও সচেতন মানুষ মাস্ক পরিধানে অবহেলা করছে।

তিনি জানান, অভিযানে ৮৯ জনকে মোট ১৭ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়েছে। ৩০ জনকে আটক করে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

 

মন্তব্য করুন


আরও খবর