রাজনীতি সংবাদ প্রতিবেদন
করোনাভাইরাসে আক্রান্ত চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। বুধবার (১১ নভেম্বর) তিনি হাসপাতাল ত্যাগ করেন।
গত ৩ নভেম্বর চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র আ জ ম নাছির জ্বরসহ বিভিন্ন উপসর্গ নিয়ে নগরীর পার্কভিউ হাসপাতালে ভর্তি হন। পরীক্ষায় তাঁর করোনা পজেটিভ শনাক্ত হয়।
পার্কভিউ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. এটিএম মো. রেজাউল করিম জানান, তিনি (আ জ ম নাছির) সুস্থ হয়েছেন। তাই হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। তিনি হাসপাতালে ৮ দিন ভর্তি থাকা অবস্থায় তার মধ্যে করোনার অন্য কোনো উপসর্গ দেখা যায়নি। তবে তার দ্বিতীয়বার করোনা টেস্ট করা হয়েছে। পরীক্ষার রিপোর্ট পেলে বুঝা যাবে তিনি করোনামুক্ত হয়েছেন কিনা।