শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫ | ৪ মাঘ, ১৪৩১ | ১৭ রজব, ১৪৪৬

মূলপাতা চট্ট-মেট্টো

সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন নাছির




প্রকাশের সময় : ১১ নভেম্বর ২০২০, ১১:১৩ অপরাহ্ণ

রাজনীতি সংবাদ প্রতিবেদন
করোনাভাইরাসে আক্রান্ত চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। বুধবার (১১ নভেম্বর) তিনি হাসপাতাল ত্যাগ করেন।

গত ৩ নভেম্বর চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র আ জ ম নাছির জ্বরসহ বিভিন্ন উপসর্গ নিয়ে নগরীর পার্কভিউ হাসপাতালে ভর্তি হন। পরীক্ষায় তাঁর করোনা পজেটিভ শনাক্ত হয়।

পার্কভিউ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. এটিএম মো. রেজাউল করিম জানান, তিনি (আ জ ম নাছির) সুস্থ হয়েছেন। তাই হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। তিনি হাসপাতালে ৮ দিন ভর্তি থাকা অবস্থায় তার মধ্যে করোনার অন্য কোনো উপসর্গ দেখা যায়নি। তবে তার দ্বিতীয়বার করোনা টেস্ট করা হয়েছে। পরীক্ষার রিপোর্ট পেলে বুঝা যাবে তিনি করোনামুক্ত হয়েছেন কিনা।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর