মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪ | ১৮ অগ্রহায়ণ, ১৪৩১ | ৩০ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা ফটো গ্যালারি

৬০ কেজি ওজনের কাঁঠালটির দাম ১ হাজার ৩০০ টাকা!




প্রকাশের সময় : ২৮ জুলাই ২০২১, ৬:২০ অপরাহ্ণ

রাজশাহীর বাঘায় ৬০ কেজি ওজনের একটি কাঁঠাল ১ হাজার ৩০০ টাকা বিক্রি করতে দেখা গেছে।

বুধবার (২৮ জুলাই) আড়ানী পৌর বাজারের তালতলায় এই কাঁঠালটি বিক্রি করা হয়েছে।

জানা যায়, আড়ানী কুশাবাড়িয়া গ্রামের তহিদুল ইসলাম নামের এক ফল ব্যবসায়ী কালুহাটি গ্রামের মজিবর রহমানের কাছে থেকে এই কাঠালটি কিনে আনেন। তিনি আড়ানী পৌর বাজারের তালতলায় সেই কাঁঠালটি এক হাজার ৩০০ টাকায় বিক্রি করেন। কাঁঠালটি ক্রয় করেছেন পাবনার চাটমোহরের আরেক কাঁঠাল ব্যাপারী হাবিবুর রহমান।

ব্যবসায়ী তহিদুল ইসলাম বলেন, আমি আমের পর গ্রামে গ্রামে গিয়ে কাঁঠাল ক্রয় করে এনে আড়ানী বাজারের বিক্রি করি। এখানে ঢাকা, পাবনাসহ বিভিন্ন এলাকার ব্যাপারীরা এসে কাঁঠাল কিনে নিয়ে যান। আমি কয়েক বছরের মধ্যে এটিই সবচেয়ে বড় কাঁঠাল হিসেবে ক্রয় করে বিক্রি করেছি।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর