মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪ | ১৮ অগ্রহায়ণ, ১৪৩১ | ৩০ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা ফটো গ্যালারি

মুহাম্মদ (সা.) কে কটূক্তির প্রতিবাদে বায়তুল মোকাররমে বিক্ষোভ




প্রকাশের সময় : ১০ জুন ২০২২, ৬:২৬ অপরাহ্ণ

মহানবী হজরত মুহাম্মদ (সা.) ও তার স্ত্রী হযরত আয়েশা (রা.) কে নিয়ে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির দুই নেতা-নেত্রীর অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ এলাকায় বিক্ষোভ হয়েছে।

আজ জুমার নামাজের পর কয়েক হাজার মানুষ এই বিক্ষোভ করেন। বিক্ষোভ মিছিলটি বায়তুল মোকাররম থেকে বিজয়নগরের দিকে যায়। এসময় বিক্ষোভকারীরা বিভিন্ন ধরনের স্লোগান দেন।

বিক্ষোভ সমাবেশে ইসলামী আন্দোলনের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম চরমোনাই বলেন, ভারতের ক্ষমতাসীন বিজেপির মুখপাত্র নূপুর শর্মা ও নবীন কুমার জিন্দাল মহানবী হজরত মুহাম্মদ (স.) ও তার স্ত্রী হজরত আয়েশা (রা.-কে নিয়ে কটূক্তি করে ক্ষমার অযোগ্য অপরাধ করেছেন।

তিনি সরকারের কাছে দাবি জানিয়ে বলেন, চলতি জাতীয় সংসদের অধিবেশন থেকে এই ন্যাক্কারজনক ঘটনায় নিন্দা প্রস্তাব পাস করতে হবে। ভারতীয় হাই কমিশনারকে ডেকে নিন্দা জানানো ও জবাব চাইতে হবে।

মুফতি ফয়জুল করীম হুঁশিয়ার করে বলেন, দাবি মানা না হলে আগামী ১৬ জুন ভারতীয় হাইকমিশনের অভিমুখে গণমিছিল কর্মসূচি পালন করা হবে।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর