সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪ | ১৬ বৈশাখ, ১৪৩১ | ১৯ শাওয়াল, ১৪৪৫

মিরাজ এখন বিশ্বের ২ নম্বর বোলার


প্রকাশের সময় :২৬ মে, ২০২১ ৪:০৬ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

আইসিসির ওয়ানডে বোলিং র‍্যাঙ্কিংয়ে প্রথমবারের মতো দ্বিতীয় অবস্থান অর্জন করেছেন বাংলাদেশের স্পিন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে ৪ উইকেট নেওয়ার পর গতকাল দ্বিতীয় ম্যাচে নিয়েছেন ৩ উইকেট। এই পারফরম্যান্স দিয়ে আইসিসি ওয়ানডে বোলিং র‌্যাঙ্কিংয়ের দুইয়ে উঠে এলেন মিরাজ। ক্যারিয়ারে সর্বোচ্চ ৭২৫ রেটিং পয়েন্ট পেয়েছেন এই স্পিনার। ৭৩৭ রেটিং পয়েন্ট নিয়ে নিউজিল্যান্ডের বোল্ট রয়েছেন টেবিলের শীর্ষে।

আইসিসির ওয়ানডে বোলারদের র‌্যাঙ্কিংয়ে তৃতীয় বাংলাদেশি হিসেবে শীর্ষ দুইয়ে জায়গা করে নিলেন মিরাজ। এর আগে ২০০৯ সালে শীর্ষস্থান দখল করেছিলেন সাকিব আল হাসান। পরের বছর দ্বিতীয় স্থান দখল করেন সাবেক স্পিনার এবং বর্তমানে নির্বাচকদের একজন আবদুর রাজ্জাক।

মেহেদী হাসান মিরাজ ছাড়াও আইসিসির ওয়ানডে বোলিং র‍্যাকিংয়ের শীর্ষ দশে রয়েছেন বাংলাদেশি কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। ৮ ধাপ এগিয়ে ৬৫২ রেটিং পয়েন্ট নিয়ে নবম অবস্থানে উঠে এসেছেন তিনি। সেই সঙ্গে আইসিসির ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে সেরা অলরাউন্ডারের অবস্থান ধরে রেখেছেন সাকিব আল হাসান।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর