বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ | ১৪ ফাল্গুন, ১৪৩১ | ২৭ শাবান, ১৪৪৬

মূলপাতা জাতীয়

ঢাকায় আসছেন জাতিসংঘ মহাসচিব


জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস

রাজনীতি সংবাদ প্রতিবেদক, ঢাকা
প্রকাশের সময় : ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪৪ পূর্বাহ্ণ

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস চার দিনের সফরে আগামী ১৩ মার্চ ঢাকায় আসছেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে গুতেরেস বাংলাদেশ সফর করবেন।

আজ বুধবার নিউইয়র্ক থেকে বাংলাদেশের স্থায়ী মিশন এই তথ্য জানিয়েছে। জাতিসংঘ মহাসচিবের কার্যালয়ও এই সফরের তথ্য নিশ্চিত করেছে।

জাতিসংঘ মহাসচিবের কার্যালয় জানিয়েছে, গুতেরেস আগামী ১৩-১৬ মার্চ বাংলাদেশ সফর করবেন। বাংলাদেশের প্রধান উপদেষ্টার আমন্ত্রণে গুতেরেস এখন বাংলাদেশ সফরে আসছেন। গত ৭ ফেব্রুয়ারি নিউইয়র্কে জাতিসংঘ মহাসচিবের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টার রোহিঙ্গা ইস্যু ও অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়াবলি-সংক্রান্ত বিশেষ প্রতিনিধি খলিলুর রহমান। এ সময় তিনি প্রধান উপদেষ্টার আমন্ত্রণপত্রটি গুতেরেসের কাছে হস্তান্তর করেন।

গুতেরেসের সফরে রোহিঙ্গা সংকটসহ বাংলাদেশের বিভিন্ন অগ্রাধিকার ইস্যুতে আলোচনা হবে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে ২০১৮ সালের জুলাই মাসে বাংলাদেশ সফরে এসেছিলেন জাতিসংঘের মহাসচিব গুতেরেস।

আরও পড়ুন:

ভোরে হঠাৎ পুলিশের টহল কার্যক্রম পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজেরা কাদা ছোড়াছুড়ি করলে স্বাধীনতা বিপন্ন হবে, সেনাপ্রধানের সতর্কবার্তা

নাহিদের স্থলে কে হচ্ছেন পরবর্তী উপদেষ্টা?

তরুণদের নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ২৮ ফেব্রুয়ারি

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর