রাজনীতি সংবাদ প্রতিবেদক, ঢাকা
প্রকাশের সময় : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ৮:১৭ অপরাহ্ণ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির মেলবন্ধনে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে দেশের রাজনীতিতে। সব ঠিকঠাক থাকলে আগামী ২৮ ফেব্রুয়ারি আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে এ দলের।
আজ সোমবার রাজধানীর বাংলামোটর রূপায়ন টাওয়ারে জাতীয় নাগরিক কমিটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ২৮ ফেব্রুয়ারি বিকেল ৩টায় জাতীয় সংসদের সামনে মানিক মিয়া অ্যাভিনিউতে নতুন রাজনৈতিক দলের নাম ঘোষণা করা হবে।
সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম বলেন, ‘অভ্যুত্থানের পরে নতুন বাংলাদেশের সবচেয়ে বড় দাবিটি হচ্ছে, একটি শক্তিশালী রাজনৈতিক দল। ৫ আগস্ট নতুন বাংলাদেশে আমরা যে স্বপ্ন দেখেছি, জুলাই স্পিরিটকে ধারণ করে বাংলাদেশকে সেই জায়গায় নিয়ে যাওয়া আমাদের প্রধান লক্ষ্য। এটা একটা দীর্ঘ লড়াই। এই লড়াই করে আগামী প্রজন্মকে একটি সুন্দর বাংলাদেশ উপহার দিতে চাই।’
জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস বলেন, ‘আগামী ২৮ ফেব্রুয়ারি বিকাল ৩টায়, জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভেনিউতে নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে। আমরা জাতীয় সংসদ ভবনকে সামনে রেখে আমরা আত্মপ্রকাশ করতে চাই। কারণ, এই সংসদকে জাতির আশা-আকাঙ্খার প্রতিফলনের জায়গার পরিবর্তে স্বৈরাচারের আখড়া বানিয়ে রাখা হয়েছিল।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটির সদস্যসচিব নাসীরুদ্দীন পাটওয়ারী, মুখপাত্র সামান্তা শারমিন, যুগ্ম আহবায়ক মনিরা শারমীন, আতিক মুজাহিদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদ, সমন্বয়ক তারেকুল ইসলাম, তরিকুল ইসলাম প্রমুখ।
জাতীয় নাগরিক কমিটির নীতিনির্ধারণী পর্যায়ের একাধিক সূত্র বলছে, নতুন রাজনৈতিক দলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব নিতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করতে পারেন নাহিদ ইসলাম। আর দলের সদস্যসচিবের পদে আখতার হোসেনের নাম অনেকটাই চূড়ান্ত। তিনি এখন জাতীয় নাগরিক কমিটির সদস্যসচিব।
আরও পড়ুন: কক্সবাজারে বিমান বাহিনীর ঘাঁটিতে হামলা, গুলিতে যুবক নিহত