মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫ | ১২ ফাল্গুন, ১৪৩১ | ২৫ শাবান, ১৪৪৬

মূলপাতা জাতীয়

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে মধ্যরাতে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়


স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে গতরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল।

রাজনীতি সংবাদ প্রতিবেদক, ঢাকা
প্রকাশের সময় : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ৮:০১ পূর্বাহ্ণ

সারাদেশে ছিনতাই ও সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার ব্যর্থতার অভিযোগ এনে তার পদত্যাগের দাবিতে মধ্যরাতে বিক্ষোভ মিছিল করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

গতকাল রোববার রাতে বনশ্রী ও মোহাম্মদপুরে দুর্ধর্ষ ডাকাতির ঘটনার পর রাত ১টায় বিক্ষোভ শুরু করেন ঢাবি শিক্ষার্থীরা। তারা বিশ্ববিদ্যালয়ের হলপাড়া এলাকার বিভিন্ন হলে হলে গিয়ে মিছিল করে পরে রাজু ভাষ্কর্যের পাদদেশে জড়ো হন।

এ সময় তারা ‘জুলাইয়ের রক্তের দাম চাই, নিরাপদ দেশ চাই’, ‘সারা দেশে অপরাধ কেন, প্রশাসন জবাব চাই’, ‘এক দুই তিন চার, জাহাঙ্গীর গদি ছাড়’, ‘দফা এক দাবি এক, জাহাঙ্গীরের পদত্যাগ’, ‘মা বোনদের নিরাপত্তা দে, নইলে গদি ছাইড়া দে’-ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

মিছিলে থাকা এক শিক্ষার্থী বলেন, সারাদেশে ছিনতাই, সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর ব্যর্থতার জন্য আমরা তার পদত্যাগ দাবি করছি।

বিক্ষোভ মিছিল হলপাড়া থেকে শুরু হয়ে মুহসীন হল, ভিসি চত্বর ঘুরে রাজু ভাস্কর্যে গিয়ে শেষ হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন শিক্ষার্থীরা।

সংক্ষিপ্ত সমাবেশে শিক্ষার্থীরা বলেন, দেশে চাঁদাবাজরা আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। তার মানে হলো, স্বরাষ্ট্র উপদেষ্টা কার্যকরী পদক্ষেপ নিতে পারছে না।

এ সময় সোমবার দুপুরের মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ না করলে কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণাও দেওয়া হয়।

আরও পড়ুন:

২৫ ফেব্রুয়ারিকে ‘জাতীয় শহীদ সেনা দিবস’ ঘোষণা

বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ছাত্রলীগ নেতাদের ধর্ষণে অন্তঃসত্ত্বা তরুণী

১ মার্চ প্রথম রোজা হলে ৩৩ বছর পর ঘটবে ‘বিরল’ ঘটনা

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর