রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫ | ১০ ফাল্গুন, ১৪৩১ | ২৩ শাবান, ১৪৪৬

মূলপাতা রাজধানী

মোহাম্মদপুরে যৌথবাহিনীর সঙ্গে গোলাগুলিতে নিহত ২


মোহাম্মদপুরে যৌথবাহিনীর অভিযান চলাকালে আটককৃতরা। ছবি: সংগৃহীত

রাজনীতি সংবাদ প্রতিবেদক, ঢাকা
প্রকাশের সময় : ২০ ফেব্রুয়ারি ২০২৫, ১০:০১ পূর্বাহ্ণ

রাজধানীর মোহাম্মদপুরে বসিলা ৪০ ফিট এলাকায় যৌথবাহিনীর সঙ্গে গোলাগুলিতে দুই অস্ত্রধারী নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক ও অস্ত্র উদ্ধার করা হয়েছে।

৪৬ পদাতিক ব্রিগেডের ২৩ ইস্ট বেঙ্গল পদাতিক ব্যাটেলিয়ানের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

গতকাল বুধবার মধ্যরাতে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বশীল একজন কর্মকর্তা জানান, রাজধানীর মোহাম্মদপুর থেকে যৌথবাহিনীর কাছে তথ্য আসে মোহাম্মদপুর-বসিলা রোডের চাঁদ উদ্যান/ ৪০ ফিট এলাকার লাউতলায় বেশ কয়েকজন অস্ত্রধারী বৈঠক করছে। এর প্রেক্ষিতে যৌথবাহিনী লাউতলায় গেলে অস্ত্রধারীরা এলোপাতাড়ি গুলি চালায়। এতে যৌথবাহিনীর সদস্যরাও পাল্টা গুলি চালায়। এভাবে দুই থেকে তিন মিনিট গুলি বিনিময় হয়। এক পর্যায়ে পাঁচজন অস্ত্রধারী চিৎকার করে আত্মসমর্পণ করে। তাদের গ্রেপ্তার করার সময় দুইজনকে গুলিবিদ্ধ অবস্থায় মৃত পাওয়া যায়। এ সময় অস্ত্রধারীদের কাছে একটি রিভলভার ও গুলি পাওয়া যায়।

এই আত্মসমর্পণকারীদের গ্রেপ্তার করার সময় তাদের দুই সহযোগী সন্ত্রাসীকে গুলিবিদ্ধ অবস্থায় মৃত পাওয়া যায়। সেই সঙ্গে গ্রেপ্তারকৃতদের কাছে একটি রিভলবার ও কিছু গুলি পাওয়া যায়।

পুলিশ জানায়, যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে একটি বাড়িতে ঢুকে পড়ে সন্ত্রাসীরা। আত্মসমর্পণ করতে বলা হলেও তাতে সাড়া না দিয়ে যৌথবাহিনীকে লক্ষ্য করে গুলি ছোড়ে তারা। আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায় আইনশৃঙ্খলা বাহিনী। পরে বাড়ির ভেতর প্রবেশ করে অস্ত্র-গুলিসহ ৫ সন্ত্রাসীকে আটক করা হয়। উদ্ধার করা হয় দুজনের মরদেহ।

মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার এ কে এম মেহেদী হাসান বলেন, ‘আমরা পাঁচজনকে আটক করি। এরপর তাদের নিয়ে আমরা বাসার ছাদে উঠি। সেখানে গিয়ে রক্তাক্ত দুটো বডি দেখতে পাই। তাদের একজনের হাতে পিস্তল, আরেকজনের হাতে চাপাতি দেখতে পাই। তাদের সঙ্গে আরও একাধিক লোক ছিল, যারা বাসার বিভিন্ন দিক দিয়ে পালিয়ে যায়।’

এ ঘটনার পর ঘটনাস্থলের আশপাশ এলাকার পরিস্থিতি থমথমে হয়ে উঠে। ঘটনাস্থলে সেনাবাহিনী ও অন্যান্য বাহিনীর সদস্যরা উপস্থিত আছেন।

আরও পড়ুন: এস আলমের অ্যাকাউন্টে আড়াই লাখ কোটি টাকার লেনদেন

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর