শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৫ | ৮ ফাল্গুন, ১৪৩১ | ২১ শাবান, ১৪৪৬

মূলপাতা চট্ট-মেট্টো

নবনির্বাচিত সভাপতি যে বার্তা দিলেন

চট্টগ্রাম সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের নতুন পথচলা শুরু


আজ শপথ নিয়েছেন চট্টগ্রাম কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশনের নতুন কার্যনির্বাহী পরিষদ।

রাজনীতি সংবাদ প্রতিবেদক, চট্টগ্রাম
প্রকাশের সময় : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১০:০৫ অপরাহ্ণ

চট্টগ্রাম কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশনের নতুন কার্যনির্বাহী পরিষদের যাত্রা শুরু হয়েছে। আজ রোববার বিকেলে সংগঠনটির নবনির্বাচিত নেতৃবৃন্দ শপথ নেন। এর মাধ্যমে এস এম সাইফুল আলম ও শওকত আলীর নেতৃত্বে চট্টগ্রামে সিঅ্যান্ডএফ (ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং) এজেন্টদের এই সংগঠনটি নতুন পথচলা শুরু করেছে।

নগরীর আগ্রাবাদ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের কনফারেন্স হলে এই শপথগ্রহণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নতুন কার্যনির্বাহী পরিষদকে শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ শরিফ।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে প্রধান নির্বাচন কমিশনার বলেন, সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের নির্বাচনে ২৯টি পদের বিপরীতে ৫৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। ৯ ফেব্রুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে ৩০ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেন। ফলে ২৯টি পদের বিপরীতে ২৯ জন প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।

নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে মোহাম্মদ শরিফ বলেন, আমি প্রত্যাশা রাখি, নতুন পরিষদ গতিশীল নেতৃত্বের মাধ্যমে অ্যাসোসিয়েশনকে আরও সমৃদ্ধ ও সদস্য কল্যাণমুখী করতে নিরন্তর কাজ করে যাবেন।

নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সভাপতি এস এম সাইফুল আলম বলেন, ফ্যাসিবাদ সরকারের আমলে জারীকৃত সিঅ্যান্ডএফ স্বার্থ বিরোধী সকল কালো আইন বাতিলের উদ্যোগ নেওয়া হবে। সভাপতি ও সাধারণ সম্পাদক পদে যেন কেউ একবারের বেশি থাকতে না পারে সেজন্য অ্যাসোসিয়েশনের গঠনতন্ত্রে প্রয়োজনীয় সংশোধন আনা হবে। কোন অন্যায়, অবিচার ও দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক শওকত আলী বলেন, সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন নিয়ে অনেকে বিরূপ মন্তব্য করেছেন। তাদের উদ্দেশে বলতে চাই, জুলাই আন্দোলনে দেশের পটপরিবর্তনের পর অনেক ব্যবসায়িক সংগঠনে প্রশাসক নিয়োগ করা হয়েছে। কিন্তু অন-চ্যাসিস ডেলিভারির আন্ডারটেকিংয়ে স্বাক্ষরসহ সিঅ্যান্ডএফ এজেন্টদের প্রাত্যহিক কাজে অ্যাসোসিয়েশনের সহযোগিতার প্রয়োজন হয়। তাই আমরা আমাদের অ্যাসোসিয়েশনে প্রশাসক নিয়োগ না করতে সকল নির্বাচনী পরিষদের সমন্বয়ে যোগ্য নেতাদের নিয়ে বর্তমান নির্বাচিত পরিষদ গঠন করা হয়েছে।

বিদায়ী সভাপতি হিসেবে ভারপ্রাপ্ত সভাপতি নুরুল আবছার জুলাই ছাত্র-জনতা বিপ্লবে যারা নিজের জীবনকে উৎসর্গ করে দেশের নতুন স্বাধীনতা এনেছেন, বাকস্বাধীনতা ও গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা ও সম্মান জানান।

শপথ গ্রহণ অনুষ্ঠানে ফেডারেশন অব বাংলাদেশ সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশন ও ঢাকা কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মিজানুর রহমান ও শ্রম অধিদপ্তরের পরিচালক গিয়াস উদ্দিন বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে চট্টগ্রামে এজেন্টস সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের উপদেষ্টা মন্ডলী, নির্বাচন কমিশনারবৃন্দ ও বিদায়ী কার্যনির্বাহী পরিষদকে ক্রেষ্ট দিয়ে সম্মাননা জানানো হয়। অনুষ্ঠানে প্রায় ছয় শতাধিক সিএন্ডএফ সদস্য উপস্থিত ছিলেন।

আরও পড়ুন:

চট্টগ্রাম সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের নেতৃত্বে সাইফুল-শওকত

মাসে দেড় কোটি টাকা আয় করে কর দেয় না চট্টগ্রাম সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশন

চিটাগাং চেম্বারের সেক্রেটারি উধাও!

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর