শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫ | ৯ ফাল্গুন, ১৪৩১ | ২২ শাবান, ১৪৪৬

মূলপাতা জাতীয়

এপ্রিলে ব্যাংককে দেখা হতে পারে ইউনূস-মোদির


ড. মুহাম্মদ ইউনূস ও নরেন্দ্র মোদি।

রাজনীতি সংবাদ প্রতিবেদক, ঢাকা
প্রকাশের সময় : ১১ ফেব্রুয়ারি ২০২৫, ৭:৩৮ অপরাহ্ণ

আগামী ৪ এপ্রিল থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত বিমসটেক স‌ম্মেলনে অন্তর্বর্তী সরকা‌রের প্রধান উপ‌দেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভার‌তের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির দেখা হ‌ওয়ার সম্ভবনা র‌য়ে‌ছে।

বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল, টেকনিকাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশনের (বিমসটেক) মহাসচিব ইন্দ্র মণি পান্ডে এ তথ্য জানিয়েছেন।

আজ মঙ্গলবার ঢাকায় বিমস‌টেক কার্যাল‌য়ে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ (‌ডিক্যাব) সদস্যদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

আগামী ৪ এপ্রিল বিমসটেক শীর্ষ স‌ম্মেলনে ইউনূস-‌মোদি বৈঠকে বস‌বেন কিনা, সে‌টি এখ‌নও নি‌শ্চিত নয়। তবে তাদের মধ্যে দেখা হতে পারে।

বিমসটেক মহাসচিব ইন্দ্র মণি পান্ডে জানান, আগামী ৪ এপ্রিল থাইল্যান্ডে বিমসটেক সামিট হবে। সেখানে সদস্য দেশগুলোর শীর্ষ নেতারা যোগদানে সম্মত হয়েছেন। তবে সাইড লাইনে শীর্ষ নেতাদের একে অপরের সঙ্গে বৈঠক সদস্য দেশগুলো পারস্পারিক আলোচনা করে ঠিক করবে।

এদিকে, ঢাকার এক‌টি কূট‌নৈ‌তিক সূত্র জানায়, থাইল্যান্ডে বিমসটেক স‌ম্মেল‌নে যোগ দেবেন অন্তর্বর্তী সরকা‌রের প্রধান উপ‌দেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। স‌ম্মেল‌নে যোগ দেওয়ার কথা র‌য়ে‌ছে ভার‌তের প্রধানমন্ত্রী ন‌রেন্দ্র মো‌দির। সেখা‌নে অন্তর্বর্তী সরকা‌রের প্রধান ও ভার‌তের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি দেখা হ‌ওয়ার সম্ভবনা র‌য়ে‌ছে। তবে স‌ম্মেল‌নের ফাঁ‌কে ইউনূস-‌মো‌দি বৈঠকে বস‌বেন কি না, সে‌টি এখ‌নেও নি‌শ্চিত নয়।

 

এক প্রশ্নের জবা‌বে বিমসটেক মহাস‌চিব ব‌লেন, সার্ক ও বিমসটেক দুটিই আঞ্চলিক সংস্থা। এই দুই সংস্থার সঙ্গে কোনো পারস্পারিক দ্বন্দ্ব নেই। একই দেশ একাধিক ফোরামে থেকে কাজ করতে পারে। একাধিক দেশ সার্ক ও বিমসটেকের সদস্য, আবার কেউ কেউ আসিয়ানের সদস্য। এ ক্ষেত্রে কোনো সমস্যা নেই।

অন্তর্বর্তী সরকার থেকে বিমসটেক সহযোগিতা পাচ্ছে বলে জানিয়ে ইন্দ্র মণি পান্ডে ব‌লেন, বাংলাদেশ প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে বিমসটেককে শক্তিশালী করতে কাজ করছে। সে অনুযায়ী বর্তমান অন্তর্বর্তী সরকার থেকে বিমসটেকে আমরা যথাযথ সহযোগিতা পাচ্ছি। বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনকেও আমরা সম্মান করি।

এদিকে বিমস্টেক সম্মেলনের আগে ওমানের রাজধানী মাস্কটে ১৬ থেকে ১৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ৮ম ইন্ডিয়ান ওশান কনফারেন্স (আইওসি ২০২৫)। সেখানে সম্মেলনের ফাঁকে আলাদা বৈঠক করবেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এবং ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর। ওমানের ওই সম্মেলনের যৌথ আয়োজক ভারত। সেই কারণে বিদেশমন্ত্রী জয়শঙ্কর বাংলাদেশের উপরাষ্ট্র উপদেষ্টাকে আমন্ত্রণ জানিয়েছেন। তাঁদের মধ্যে আলোচনায় ঠিক হয়েছে তারা ম্যাস্কটে আলাদা করে বসবেন।

আরও পড়ুন: মাস্কটে বৈঠকে বসছেন তৌহিদ-জয়শঙ্কর

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর