বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৫ | ৭ ফাল্গুন, ১৪৩১ | ২০ শাবান, ১৪৪৬

মূলপাতা চট্ট-মেট্টো

চট্টগ্রাম সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের নেতৃত্বে সাইফুল-শওকত


এস এম সাইফুল আলম ও শওকত আলী

রাজনীতি সংবাদ প্রতিবেদক, চট্টগ্রাম
প্রকাশের সময় : ৯ ফেব্রুয়ারি ২০২৫, ১০:২০ অপরাহ্ণ

চট্টগ্রামে সিঅ্যান্ডএফ (ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং) এজেন্টদের সংগঠন-চট্টগ্রাম কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশনের ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন এস এম সাইফুল আলম আর সাধারণ সম্পাদক হয়েছেন শওকত আলী। তারা দুজনই বিজনেস ফোরাম প্যানেল থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এ ছাড়া নির্বাচনে আরও ২৭ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

আজ রোববার আগ্রাবাদ সিএন্ডএফ ভবনে নির্বাচন কমিশনার মোহাম্মদ শরীফ তাদের নির্বাচিত ঘোষণা করেন।

সভাপতি নির্বাচিত হওয়া এস এম সাইফুল আলম এম এস টি ইন্টারন্যাশনালের মালিক। এ ছাড়া তিনি চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক। সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়া শওকত আলী আটলান্টিক ট্রেডার্সের মালিক।

জানা গেছে, নির্বাচনে ২৯টি পদের বিপরীতে ৫৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। কিন্তু আজ মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে ৩০ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেন। ফলে ২৯ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

জানা গেছে, এবারের নির্বাচনে পাঁচটি প্যানেল নির্বাচনে অংশ নেয়। এগুলো হলো-বিজনেস ফোরাম, সম্মিলিত পরিষদ, সম্মিলিত সমমনা পরিষদ, গণতান্ত্রিক পরিষদ এবং সমমনা পরিষদ। তারা প্রার্থীরা সবাই ‘চট্টগ্রাম কাস্টমস এজেন্টস ঐক্য পরিষদ’ ব্যানারে নির্বাচনে অংশ নেন।

নির্বাচনে কার্যনির্বাহী পরিষদের ২৯টি পদের মধ্যে আওয়ামী লীগ সমর্থিত সমমনা পরিষদেরও তিনজন প্রার্থী বিজয়ী হয়েছেন। তবে সমমনা পরিষদের বর্তমান কমিটির সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ ইমাম বিলু নির্বাচনে অংশ নেননি।

গত ৩০ জানুয়ারি নগরীর আগ্রাবাদে সমমনা পরিষদের নির্বাচনী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কাজী ইমাম বিলু অভিযোগ করে বলেছিলেন, নির্বাচনে সমমনা পরিষদের প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহ করতে না দিয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত করার ষড়যন্ত্র চলছে।

কাজী বিলু এমন অভিযোগ করলেও তার প্যানেলের (সমমনা পরিষদ) তিনজন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

সমমনা পরিষদের যে তিনজন প্রার্থী নির্বাচিত হয়েছেন তারা হলেন-দ্বিতীয় যুগ্ম সাধারণ সম্পাদক জামাল উদ্দিন বাবুল এবং কার্যনির্বাহী সদস্য মনিরুল ইসলাম ও মেজবাহ উদ্দিন।

সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, বর্তমান কমিটির সাধারণ সম্পাদক ও সমমনা পরিষদের নেতা কাজী বিলু পরাজয়ের আশঙ্কায় এবার নির্বাচনে প্রার্থী হননি।

নির্বাচনে বিজয়ী প্রার্থীরা হলেন-
সভাপতি এস এম সাইফুল আলম (বিজনেস ফোরাম)
প্রথম সহসভাপতি নুরুল আবছার (সম্মিলিত পরিষদ)
দ্বিতীয় সহসভাপতি সাইফুদ্দিন (সম্মিলিত পরিষদ)
তৃতীয় সহসভাপতি আবু সালেহ (সম্মিলিত সমমনা পরিষদ)
সাধারণ সম্পাদক শওকত আলী (বিজনেস ফোরাম)
১ম যুগ্ম সাধারণ সম্পাদক উবায়েদুল হক আলমগীর (গণতান্ত্রিক পরিষদ)
২য় যুগ্ম সাধারণ সম্পাদক জামাল উদ্দিন বাবুল (সমমনা পরিষদ)
অর্থ সম্পাদক মোকতার হোসাইন পাটওয়ারী (সম্মিলিত সমমনা পরিষদ)
কাস্টমস বিষয়ক সম্পাদক এ এস এম রেজাউল করিম (সম্মিলিত সমমনা পরিষদ)
কাস্টমস বিষয়ক প্রথম সম্পাদক মনসুর উল আমিন (সম্মিলিত সমমনা পরিষদ)
কাস্টমস বিষয়ক দ্বিতীয় সম্পাদক মোারশেদুল আলম (সম্মিলিত সমমনা পরিষদ)
বন্দর বিষয়ক সম্পাদক রোকন উদ্দিন মাহমুদ (বিজনেস ফোরাম)
বন্দর বিষয়ক ১ম সহ সম্পাদক লোকমান হোসেন খন্দকার (সম্মিলিত সমমনা পরিষদ)
বন্দর বিষয়ক দ্বিতীয় সহ সম্পাদক তাজুল ইসলাম (সম্মিলিত পরিষদ)
প্রযুক্তি-প্রশিক্ষণ ও আইন বিষয়ক সম্পাদক এস এম ফরিদুল আলম (সম্মিলিত পরিষদ)
প্রচার ও দপ্তর বিষয়ক সম্পাদক আহমাদ শহীদ উদ্দিন (সম্মিলিত পরিষদ)
সংস্কৃতিক-শ্রম ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক শফিউল আজম খান (সম্মিলিত সমমনা পরিষদ)
নির্বাহী সদস্য: মনিরুল ইসলাম (সমমনা পরিষদ), শওকত আকবর (সম্মিলিত সমমনা পরিষদ), শাহনেওয়াজ রুমি (বিজনেস ফোরাম), আলমগীর হোসেন (গণতান্ত্রিক পরিষদ), আলমগীর সরকার (গণতান্ত্রিক পরিষদ), মেজবাহ উদ্দিন (সমমনা পরিষদ), সারাফাত উল্লাহ শিপন (সম্মিলিত সমমনা পরিষদ), সালাউদ্দীন (গণতান্ত্রিক পরিষদ), গোলাম নবী (সম্মিলিত সমমনা পরিষদ), সরোয়ার আলম খান (গণতান্ত্রিক পরিষদ), মহিবুর রহমান চৌধুরী (সম্মিলিত সমমনা পরিষদ) এবং আহমদ উল্লাহ তালুকদার (সম্মিলিত সমমনা পরিষদ)।

প্রসঙ্গত, ১৯৭৫ সালের ৩০ জুন সিঅ্যান্ডএফ (ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং) এজেন্টদের নিয়ে গড়ে তোলা হয় চট্টগ্রাম কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশন। সংগঠনটির বর্তমান সদস্য সংখ্যা ২৮০০ জন। এই সংগঠনটি চট্টগ্রাম বন্দর, চট্টগ্রাম কাস্টম হাউস, শাহ আমানত বিমানবন্দর ও প্রাইভেট কনটেইনার ডিপোতে সিঅ্যান্ডএফ এজেন্টদের মাধ্যমে আমদানি-রপ্তানি পণ্যের অ্যাসেসমেন্ট ও শুল্ক পরিশোধ ছাড়াও বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে।

আরও পড়ুন: মাসে দেড় কোটি টাকা আয় করে কর দেয় না চট্টগ্রাম সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশন

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর