বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৫ | ৭ ফাল্গুন, ১৪৩১ | ২০ শাবান, ১৪৪৬

মূলপাতা আন্তর্জাতিক

৩২ নম্বরের বাড়ি ভাঙার ঘটনায় যা বললো ভারত


শেখ মুজিবুর রহমানের ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িটি দেখতে উৎসুক জনতার ভিড়। ছবি: সংগৃহীত

রাজনীতি সংবাদ ডেস্ক
প্রকাশের সময় : ৭ ফেব্রুয়ারি ২০২৫, ১:৪১ অপরাহ্ণ

গত ৫ ফেব্রুয়ারি রাতে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িটি ছাত্র-জনতা বুলডোজার দিয়ে ভেঙে দেওয়ার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। ভাঙচুরের নিন্দা জানিয়ে গতকাল বৃহস্পতিবার এই ঘটনাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে দেশটি।

আজ শুক্রবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ খবর জানায়।

আন্দোলনের মুখে ভারতে পালিয়ে গিয়ে সেখান থেকে শেখ হাসিনার অনলাইনে দেওয়া ভাষণের প্রতিবাদে বিক্ষুব্ধ ছাত্র-জনতা বাড়িটিতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর চালায়।

ভাঙচুরের বিষয়ে গণমাধ্যম কর্মীর প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘দখলদারিত্ব ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশের জনগণের বীরত্বপূর্ণ প্রতিরোধের প্রতীক শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক বাসভবনটি ২০২৫ সালের ৫ ফেব্রুয়ারি ধ্বংস করা হয়েছে। এটি দুঃখজনক।’

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র বলেন, ‘বাঙালি পরিচয় ও গর্বকে লালনকারী স্বাধীনতাসংগ্রামকে যারা মূল্যায়ন করেন, তারা বাংলাদেশের জাতীয় চেতনার জন্য এই বাসভবনের গুরুত্ব সম্পর্কে অবগত আছেন। এই ভাঙচুরের ঘটনাটির তীব্র নিন্দা জানানো উচিত।’

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটেও জয়সওয়ালের মন্তব্য প্রকাশ করা হয়েছে।

এদিকে, ভারতে অবস্থান করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন বক্তব্য-বিবৃতি দেয়ায় দেশটির ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে ডেকে আবারও প্রতিবাদ জানানো হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

গতকাল বৃহস্পতিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘ভারতকে লিখিতভাবে অনুরোধ করা হয়েছে, শেখ হাসিনাকে বিবৃতি দিতে না দেয়ার জন্য। তার মিথ্যা বক্তব্য বাংলাদেশে প্রভাব পড়েছে। শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্য ছিল আক্রমণাত্মক। আমরা দেখব তিনি আগামীতে কেমন বক্তব্য দেন। সে অনুযায়ী সিদ্ধান্ত নেয়া হবে।’

এছাড়া, ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি ভাঙচুরের ঘটনাকে অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত বলে উল্লেখ করে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার। সেইসঙ্গে পলাতক অবস্থায় ভারতে বসে জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে শেখ হাসিনার উসকানিমূলক বক্তব্যের কারণে সৃষ্ট জনগণের ক্রোধের বহিঃপ্রকাশ ঘটেছে বলেও উল্লেখ করা হয় বিবৃতিতে।

আরও পড়ুন: ঝিনাইদহে ১২৩ ফুট উচ্চতার মুজিব ম্যুরাল ভাঙচুর, আগুন

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর