বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৫ | ৭ ফাল্গুন, ১৪৩১ | ২০ শাবান, ১৪৪৬

মূলপাতা রাজধানী

রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে অভিনেত্রী শাওন আটক


অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওন

রাজনীতি সংবাদ প্রতিবেদক, ঢাকা
প্রকাশের সময় : ৬ ফেব্রুয়ারি ২০২৫, ৮:১৮ অপরাহ্ণ

রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওনকে আটক করা হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডি থেকে তাকে আটক করে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।

বিষয়টি স্বীকার করে ডিএমপির ডিবি প্রধান রেজাউল করিম মল্লিক বলেন, রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে অভিনেত্রী শাওনকে আটক করা হয়েছে। তাকে ডিবি কার্যালয় নেয়া হচ্ছে। ডিবি হেফাজতে তাকে রাষ্ট্রীয় ষড়যন্ত্রের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে। আগামীকাল তাকে সুনির্দিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে রিমান্ড চাওয়া হবে।

এ বিষয়ে ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের সহকারী উপ-পুলিশ কমিশনার (এসি) জাহাঙ্গীর কবির বলেন রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে তাকে জিজ্ঞাসাবাদের জন্য মেহের আফরোজ শাওনকে তার নিজ বাসা থেকে আটক করে ডিবি কার্যালয়ে আনা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

বেশ কিছুদিন ধরেই শাওন সামাজিক যোগাযোগমাধ্যমে সরব ছিলেন। সম্প্রতি শাওনের রাজনৈতিক অবস্থান ও কিছু মন্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা হয়। এরই ধারাবাহিকতায় আজ বিকেলে জামালপুরে তার গ্রামের বাড়িতে আগুন দেয় স্থানীয় বিক্ষুব্ধ ছাত্র-জনতা। এর মধ্যেই তাকে আটক খবর এলো।

আরও পড়ুন:

এবার একুশে পদক পাচ্ছেন ১৪ ব্যক্তি ও নারী ফুটবল দল

হাসিনাকে থামান, দিল্লিকে ঢাকার কড়া প্রতিবাদ

‘কাউয়া কাউয়া’ স্লোগানে ওবায়দুল কাদেরের বাড়িতে ভাঙচুর, আগুন

ধানমন্ডি ৩২ নম্বরে এসে এক নারী ও পুরুষের ‘জয় বাংলা’ স্লোগান, অতঃপর…

ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িটি এখন ধ্বংসস্তূপ

পাঁচ দিনের মাথায় স্বর্ণের দাম বেড়ে আবার রেকর্ড

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর