বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫ | ২২ মাঘ, ১৪৩১ | ৫ শাবান, ১৪৪৬

মূলপাতা দেশজুড়ে

সীমান্ত থেকে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ



রাজনীতি সংবাদ প্রতিনিধি, চুয়াডাঙ্গা
প্রকাশের সময় : ৪ ফেব্রুয়ারি ২০২৫, ৭:১৭ অপরাহ্ণ

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তের ভারতীয় অংশ থেকে সজিব (২২) নামে এক বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

আজ মঙ্গলবার সকালে পরিবারের লোকজন বিষয়টি জানতে পারে। এর আগে, গতকাল সোমবার দুপুর আড়াইটার দিকে জীবননগর উপজেলার মেদেনীপুর সীমান্ত থেকে তাকে আটক করে বিএসএফ। এ সময় ৩ জন বাংলাদেশি নাগরিক সেখান থেকে পালিয়ে যান।

বাংলাদেশি যুবককে ধরে নিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের (বিজিবি) অধিনায়ক ও পরিচালক লে. কর্নেল রফিকুল আলম।

তিনি জানান, সোমবার জীবননগর উপজেলার মেদেনীপুর সীমান্ত দিয়ে বাংলাদেশি তিন যুবক ফেনসিডিল আনার জন্য ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। এ সময় বিএসএফ ও ভারতীয় পুলিশের অভিযানে সজিব নামের এক বাংলাদেশি যুবক আটক হন। বাকিরা সেখান থেকে পালিয়ে যান।

লে. কর্নেল রফিকুল আলম আরও জানান, এ ঘটনার পর আমরা বিএসএফের সঙ্গে যোগাযোগ করি। তারা আমাদের জানিয়েছে ফেনসিডিল আনার জন্য বাংলাদেশি চারজন ব্যক্তি ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। এ সময় তাদের সীমান্ত এলাকায় বিএসএফ ও পুলিশের বিশেষ অভিযান চলছিল। এতে সজিব নামের বাংলাদেশি এক যুবকসহ ভারতের তিনজন নাগরিক তাদের হাতে আটক হন। সজিবকে পুলিশ আটক করে নিয়ে গেছে, এতে বিএসএফের কিছু করার নেই। আর পালিয়ে যাওয়া বাকি তিনজনের বিষয়ে বিএসএফ আমাদের জানিয়েছে, আমরা সে ব্যাপারে তথ্য সংগ্রহ করছি।

আরও পড়ুন:

আ.লীগের লোকজন কীভাবে লিফলেট বিতরণ করে, প্রশ্ন মান্নার

বাংলাদেশ ব্যাংক কর্মকর্তাদের সব লকার স্থগিত

এবার লন্ডনে প্রকাশ্যে দেখা গেলো সাবেক প্রতিমন্ত্রী খালিদ মাহমুদকে

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর