মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৫ | ২১ মাঘ, ১৪৩১ | ৪ শাবান, ১৪৪৬

মূলপাতা আওয়ামী লীগ

শেখ হাসিনার আওয়ামী লীগ আর চাই না, সাবেক মন্ত্রী ফারুক খানের স্ট্যাটাস!


সাবেক মন্ত্রী ফারুক খান এবং তার ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া স্ট্যাটাসের স্ক্রিনশট। ছবি: সংগৃহীত

রাজনীতি সংবাদ ডেস্ক
প্রকাশের সময় : ৩ ফেব্রুয়ারি ২০২৫, ৮:০৭ অপরাহ্ণ

সাবেক বেসামরিক পরিবহন ও পর্যটনমন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল (অব.) ফারুক খানের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টের একটি স্ট্যাটাস নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। স্ট্যাটাসটি ভাইরাল হওয়ার পর তার প্রোফাইল খুঁজে পাওয়া যাচ্ছে না।

প্রশ্ন তোলা হয়েছে, কারাগারে থেকে তিনি কীভাবে ফেসবুক অ্যাকাউন্টে স্ট্যাটাস দিলেন?

উল্লেখ্য, গত বছরের অক্টোবরের ১৪ তারিখ দিবাগত রাতে তাকে ক্যান্টনমেন্ট এলাকা থেকে র‌্যাব গ্রেপ্তার করে। বর্তমানে তিনি কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন।

নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে ফারুক খান লিখেছেন, ‘অনেক চেষ্টা করে অনলাইনে এসেছি। জেলের চার দেয়াল আমাদের নিজ সত্তার সামনে দাঁড়া করায়। অনেক কিছু বলতে চাই, কিন্তু এখন সবই বলতে পারছি না। এতটুকুই বলবো, শেখ হাসিনাকে নেত্রী মেনেছিলাম, কিন্তু আজকে তার হঠকারীতার জন্যই আমাদের দলের এই পরিণতি। দলের নেতৃত্বে পরিবর্তন এবং সর্বস্তরে শুদ্ধি অভিযান ব্যতীত কোনও ধরনের রাজনীতিতে ফেরা উচিত হবে না। শেখ হাসিনার আওয়ামী লীগ আর চাই না। বঙ্গবন্ধুর আওয়ামী লীগ ফেরত চাই। জয় বাংলা জয় বঙ্গবন্ধু।’

ফারুক খানের ফেসবুক অ্যাকাউন্টের এই স্ট্যাটাস নিয়ে নানামুখী আলোচনা চলছে। যদিও ফেসবুক পেজটি আবারও ডিজেবল করে দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। স্ট্যাটাসের পর অ্যাকাউন্টটি আর খুঁজে পাওয়া যাচ্ছে না।

এ বিষয়ে কারা অধিদফতরের মুখপাত্র ও সহকারী কারা মহারিদর্শক (এআইজি প্রিজন্স) মো. জান্নাত উল ফরহাদ একটি সংবাদমাধ্যমকে বলেন, ‘বিষয়টি তিনি মাত্র জেনেছেন। তবে বিস্তারিত জানেন না।

তিনি বলেন, হয়তো ফারুক খানের ফেসবুক অ্যাকাউন্ট তার কোনো স্বজন চালাচ্ছেন। তাদের কাছে সেটার পাসওয়ার্ড আছে। কারণ, কারাগারে থেকে ফারুক খানের মতো একজন বহুল পরিচিত বন্দির মোবাইল ফোন বা ফেসবুক চালানোর কোনো সুযোগ নেই। তবে তারা বিষয়টি খতিয়ে দেখবেন।

আরও পড়ুন:

কামাল অঝোরে কেঁদে বললেন, ‘হাসিনাকে ছাত্রদের দাবি মেনে নিতে বলেছিলাম’

‘শেখ হাসিনার দুর্নীতির বিষয়ে পিএইচডি দেওয়া দরকার’

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর