রাজনীতি সংবাদ প্রতিবেদক, ঢাকা
প্রকাশের সময় : ৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪৩ পূর্বাহ্ণ
চীন সফরে যাচ্ছে বিএনপি ও তাদের মিত্র রাজনৈতিক দলের একটি প্রতিনিধিদল। চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে এই সফরে যাচ্ছেন নেতারা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানের নেতৃত্বে ১৬ সদস্যের প্রতিনিধিদলটি আগামী ২১ ফেব্রুয়ারি এ সফরে যাওয়ার কথা রয়েছে।
ইতোমধ্যে ঢাকায় চীনা দূতাবাসের প্রয়োজন অনুযায়ী ভিন্ন দুটি তালিকা জমা দেওয়া হয়েছে। উভয় তালিকায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষর রয়েছে।
বিএনপি ও যুগপৎ আন্দোলনে যুক্ত থাকা কয়েক নেতা বিষয়টি নিশ্চিত করেছেন।
চীন সফরের তালিকায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, নূরুল ইসলাম মনি, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, যুবদলের সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান ও ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির।
এ ছাড়া যুগপৎ আন্দোলনের শরিক দলের নেতাদের মধ্যে রয়েছেন-নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকী, গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খান, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক মুভমেন্টের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ এবং বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের সমন্বয়ক অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা।
নেতারা জানান, এই সফরে চীনের সঙ্গে দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা হবে। দক্ষিণ এশিয়ার অর্থনীতিতে চীন অত্যন্ত শক্তিশালী। বাংলাদেশের অর্থনীতিতেও তাদের ভূমিকা অনেক। সফরে দেশটির সঙ্গে গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশের সম্পর্ক নিয়ে আলোচনা হবে।
গত ১৬ নভেম্বর চীনে দক্ষিণ-পূর্ব ও দক্ষিণ এশিয়ার দেশগুলোর প্রতিনিধিদের নিয়ে দেশটির রাজধানী বেইজিংয়ে ‘পলিটিক্যাল পার্টি প্লাস’ কো-অপারেশন অনুষ্ঠনে যোগ দেন বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান খান রিপনের নেতৃত্বে দলটির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান, খুলনা বিভাগের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম ও বিএনপির মিডিয়া সেল সদস্য মাহমুদা হাবিবা।
এর আগে চীনের ক্ষমতাসীন দল চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে দেশটি সফরে যায় জামায়াতে ইসলামীর নেতৃত্বে কয়েকটি দল ও সংগঠন। ১৪ সদস্যের এ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য সৈয়দ আবদুল্লাহ মো. তাহের। কোনো ইসলামী দলের নেতাদের চীনের ক্ষমতাসীন দলের আমন্ত্রণে সে দেশ সফরে যাওয়ার ঘটনা এই প্রথম।
আরও পড়ুন: ‘শেখ হাসিনার দুর্নীতির বিষয়ে পিএইচডি দেওয়া দরকার’