রাজনীতি সংবাদ প্রতিবেদক, ঢাকা
প্রকাশের সময় : ১ ফেব্রুয়ারি ২০২৫, ৭:৩২ অপরাহ্ণ
অমর একুশে বইমেলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিযুক্ত ডাস্টবিন স্থাপন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। ফ্যাসিস্ট শেখ হাসিনার গ্রাফিতি আঁকা এই ডাস্টবিন পাঠকদের নজর কেড়েছে। মেলার প্রথম দিনে সেই ডাস্টবিনে ময়লা ফেলেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম।
আজ শনিবার বিকেলে অমর একুশে বইমেলার উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস। তার সঙ্গে মেলা প্রাঙ্গনে এসেছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন স্টল পরিদর্শনের সময় তাকে শেখ হাসিনার ছবিযুক্ত ডাস্টবিনে টিস্যু পেপার ফেলতে দেখা যায়।
পরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শেখ হাসিনার ছবি সংবলিত সেই ডাস্টবিনে ময়লা ফেলার এরকম ৫টি ছবি পোস্ট করেন তিনি।
ওই পোস্টে শফিকুল আলম লিখেছেন, ‘শনিবার বাংলা একাডেমিতে একুশে বইমেলার প্রথম দিনে বিনে জঞ্জাল নিক্ষেপ।’
এ বিষয়ে জানতে চাইলে অমর একুশে বইমেলা পরিচালনা কমিটির সদস্য সচিব ড. সরকার আমিন বলেন, ‘বিষয়টি আমাদের নজরে এসেছে। মানুষের অভিব্যক্তি প্রকাশের স্বাধীনতায় বাংলা অ্যাকাডেমি হস্তক্ষেপ করতে পারে না।’
এদিকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনও তাদের অফিসিয়াল ফেসবুক পেজে সেই ডাস্টবিনের একটি ছবি পোস্ট করেছে।
পোস্টে সংগঠনটি লিখেছে, ‘আজ থেকে শুরু হয়েছে মাসব্যাপী অমর একুশে বইমেলা-২০২৫। বইমেলায় এলে আপনার হাতের অপ্রয়োজনীয় ময়লা-আবর্জনা ডাস্টবিনে ফেলতে ভুলবেন না। মেলার অভ্যন্তরীণ পরিবেশ সুন্দর রাখুন, আবর্জনামুক্ত থাকুন।’
খোঁজ নিয়ে জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকার মেট্রোস্টেশনের একটি পিলারে শেখ হাসিনার গ্রাফিতি আঁকা হয়েছিল। ওই গ্রাফিতিতে জুতার মালাও পড়িয়েছিলেন শিক্ষার্থীরা। সে ছবিটিই প্রিন্ট করে ডাস্টবিনে লাগানো হয়।
প্রতিবারের মতো এবার পাঠক-লেখক সমাবেশে মুখর হয়ে উঠতে শুরু করেছে বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানের মেলা প্রাঙ্গণ। এবারের মেলায় বিশেষভাবে নজর কেড়েছে ফ্যাসিস্ট শেখ হাসিনার গ্রাফিতি সংবলিত ডাস্টবিন।
আরও পড়ুন: আলোচিত সেই মাফলারটি বিক্রির ঘোষণা দিলেন প্রেস সচিব