বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫ | ৯ মাঘ, ১৪৩১ | ২২ রজব, ১৪৪৬

মূলপাতা জাতীয়

সুইজারল্যান্ডে জাতিসংঘের মহাসচিবের সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধান উপদেষ্টা


জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে কুশলবিনিময় করছেন প্রধান উপদেষ্টা।

রাজনীতি সংবাদ ডেস্ক
প্রকাশের সময় : ২২ জানুয়ারি ২০২৫, ৬:৩৪ অপরাহ্ণ

সুইজারল্যান্ডে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

আজ বুধবার সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনের ফাঁকে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার বিষয়টি জানান। তিনি জানান, বুধবার জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

এর আগে ওয়ার্ল্ড ইকোনমিক সম্মেলনে যোগ দিতে গতকাল মঙ্গলবার স্থানীয় সময় দুপুর ১২টা ২৫ মিনিটে সুইজারল্যান্ডের জুরিখে পৌঁছান প্রধান উপদেষ্টা। সুইজারল্যান্ডে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি তারিক মোহাম্মদ আরিফুল ইসলাম প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান। চারদিনের সফর শেষে আগামী ২৫ জানুয়ারি তার দেশে ফেরার কথা রয়েছে।

সম্মেলনের সাইডলাইনে ড. ইউনূস বৈঠক করেছেন জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজ, থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতাংতার্ন সিনাওয়াত্রা এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম, মিউনিখ নিরাপত্তা সম্মেলনের চেয়ারম্যান রাষ্ট্রদূত ক্রিস্টোফ হিউসজেন, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেক্সান্ডার স্টাব ও জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডির সঙ্গে।

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে বাংলাদেশ নিয়ে একটি পৃথক সংলাপ অনুষ্ঠিত হবে। এতে বৈশ্বিক ব্যবসায়ী নেতা এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধান নির্বাহীরা যোগ দেবেন। এই সংলাপে রাংলাদেশে বিদেশি বিনিয়োগ করার আহ্বান জানাবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

চার দিনের এ সরকারি সফর শেষে আগামী ২৫ জানুয়ারি প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে।

আরও পড়ুন:

ফ্লাইটে বোমা হামলার হুমকি, শাহজালাল বিমানবন্দরে সতর্কতা জারি

‘হাসিনাকে ভারত ফেরত না দিলে প্রত্যর্পণ চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন হবে’

মহাকাশে ফেরেশতাদের জিকিরের ধ্বনি রেকর্ড করলো নাসা!

জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব বাতিল করলেন ট্রাম্প

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর