বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫ | ৮ মাঘ, ১৪৩১ | ২১ রজব, ১৪৪৬

মূলপাতা রাজধানী

ফ্লাইটে বোমা হামলার হুমকি, শাহজালাল বিমানবন্দরে সতর্কতা জারি


বোমা হামলার হুমকি পাওয়ার পর শাহজালাল বিমানবন্দরে উড়োজাহাজটি ঘিরে রেখেছেন বিমানবাহিনীর সদস্যরা।

রাজনীতি সংবাদ প্রতিবেদক, ঢাকা
প্রকাশের সময় : ২২ জানুয়ারি ২০২৫, ১২:২৭ অপরাহ্ণ

ইতালির রোম থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৫৬ নম্বর ফ্লাইটে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। তবে বিমানটিতে তল্লাশি চালিয়ে বোমা ও বোমাসদৃশ কিছু পাওয়া যায়নি।

শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পুরো বিমান ও যাত্রীদের সব ব্যাগেজ চেক করেও বোমা বা বোমাসদৃশ কোনো বস্তু কিংবা বিস্ফোরক কিছু পাওয়া যায়নি।

এর আগে আজ বুধবার ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি অপরিচিত নম্বর থেকে ফোন করে এই হুমকি দেওয়া হয়।

জানা গেছে, হুমকি পাওয়ার সঙ্গে সঙ্গে বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়। পরে সকাল সাড়ে ৯টার দিকে বিমানটি ঢাকায় অবতরণ করে। এসময় বিমানবাহিনীর সদস্যরা নিরাপত্তার সঙ্গে যাত্রীদের নামিয়ে আনেন। এরপর সকাল সাড়ে ১০টায় বোমা ডিসপোজাল ইউনিট প্লেনটির ভেতর প্রবেশ করে।

জানা গেছে, বোমা ডিসপোজাল ইউনিট প্লেনের ভেতরে সিট, করিডোর, টয়লেট, ক্যাফেতে তল্লাশি চালাচ্ছেন। যাত্রীদের জরুরি ভিত্তিতে নামানো হলেও তাদের হ্যান্ড ব্যাগেজ প্লেনেই রয়েছে। সেগুলো একে একে তল্লাশি করা হবে। এছাড়া যাত্রীদের টার্মিনাল ভবনে রাখা হয়েছে। কাউকে ইমিগ্রেশন করতে দেওয়া হয়নি। এয়ারক্রাফটটি পুরোপুরি নিরাপদ ঘোষণার আগ পর্যন্ত যাত্রীরা টার্মিনাল ভবনেই থাকবেন।

 

বোয়িং ৭৮৭ মডেলের বিমানটি থেকে ২৫০ জন যাত্রী ও ১২ ক্রুকে নিরাপদে বের করে টার্মিনালে আনা হয়েছে। বিমানবাহিনীর সদস্যরা উড়োজাহাজটি ঘিরে রেখেছেন।

জানা গেছে, বিজি-৩৫৬ নম্বর ফ্লাইটটি রোম থেকে ঢাকায় আসার পথে বিমান থেকে জানানো হয় ওই বিমানের কেউ বা কোন যাত্রী বোমা বিস্ফোরণের হুমকি দিয়েছে। এ অবস্থায় সকাল ৯টা ৩৫ মিনিটে বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এ বিষয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রধান নির্বাহী কামরুল ইসলাম বলেন,  ২৫০ যাত্রী ও ১৩ জন ক্রু নিয়ে ফ্লাইটটি নিরাপদে অবতরণ করে। সকল যাত্রীকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া বলেন, বোমা হামলার হুমকির খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বিমানবন্দরে ছুটে যাই। বিমানের সব যাত্রী ও ক্রু নিরাপদে আছেন।

প্রসঙ্গত, রোমের লিওনার্দো দ্য ভিঞ্চি বিমানবন্দর থেকে মঙ্গলবার স্থানীয় সময় রাত ৮টায় বিমানটি রওনা হয়েছিল।

আরও পড়ুন: ৪ দিনের সফরে সুইজারল্যান্ডে প্রধান উপদেষ্টা

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর