বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫ | ৮ মাঘ, ১৪৩১ | ২১ রজব, ১৪৪৬

মূলপাতা আন্তর্জাতিক

বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বেরিয়ে যেতে সই করলেন ট্রাম্প


প্রেসিডেন্টের শপথ নেওয়ার পর একের পর এক নির্বাহী আদেশে সই করেছেন ট্রাম্প।

রাজনীতি সংবাদ ডেস্ক
প্রকাশের সময় : ২১ জানুয়ারি ২০২৫, ১০:১৫ পূর্বাহ্ণ

জাতিসংঘের বিশেষ সংস্থা বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) থেকে যুক্তরাষ্ট্রের বেরিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু করতে একটি নির্বাহী আদেশে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ওয়াশিংটনের স্থানীয় সময় মঙ্গলবার বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

হোয়াইট হাউজে ফিরে এসে ওই আদেশে সই করার সময় ট্রাম্প বলেন, ‘ওহ! এটি বড় একটি সিদ্ধান্ত। বিশ্ব স্বাস্থ্য সংস্থায় এতো দিন অন্য দেশের তুলনায় যুক্তরাষ্ট্র অন্যায্য পরিমাণে অর্থ প্রদান করেছে।’

কোভিড-১৯ মোকাবিলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার ভূমিকা নিয়ে সমালোচনা করেছিলেন ট্রাম্প এবং তখনই তিনি এ প্রতিষ্ঠান থেকে বের হওয়ার প্রক্রিয়া শুরু করেছিলেন। পরে জো বাইডেন প্রেসিডেন্ট হওয়ার পর সে সিদ্ধান্ত বাতিল করেন।

তবে এবার এই নির্বাহী আদেশটি যেহেতু ক্ষমতা গ্রহণের প্রথমদিনেই স্বাক্ষরিত হয়েছে, তাই এটি বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে দেশটির আনুষ্ঠানিকভাবে বেরিয়ে যাওয়ার সম্ভাবনাকে আরও বাড়িয়ে তুলেছে।

দীর্ঘদিন ধরে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তীব্র সমালোচনা করে আসছিলেন ট্রাম্প। এ ছাড়া প্যারিস জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে আসার আদেশেও সই করেন ট্রাম্প।

অন্যদিকে শপথ নেওয়ার পর ট্রাম্প বাইডেন আমলের ৭৮টি নির্বাহী আদেশ বাতিল করেছেন।

বাংলাদেশ সময় গতকাল সোমবার রাত ১১টায় যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ডোনাল্ড ট্রাম্প।

শপথ নেওয়ার পর ওয়াশিংটনের ক্যাপিটল ওয়ান অ্যারেনার মঞ্চে যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে প্রথম ভাষণে ডোনাল্ড ট্রাম্প বলেন, শিগগিরই বাইডেন আমলের সব নির্বাহী আদেশ বাতিল করবেন তিনি।

এর কিছুক্ষণ পরই তিনি যেসব নির্বাহী আদেশে সই করেছেন তার মধ্যে শুরুতেই তিনি বাইডেন আমলের ৭৮টি নির্বাহী আদেশ বাতিল করেন।

আরও পড়ুন: প্রেসিডেন্টের শপথ নিয়ে ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের সোনালী যুগ শুরু হলো

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর