মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫ | ৭ মাঘ, ১৪৩১ | ২০ রজব, ১৪৪৬

মূলপাতা আন্তর্জাতিক

প্রেসিডেন্টের শপথ নিয়ে ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের সোনালী যুগ শুরু হলো


বাইবেলের ওপর ভিত্তি করে প্রেসিডেন্টের শপথ নেন ডোনাল্ড ট্রাম্প।

রাজনীতি সংবাদ ডেস্ক
প্রকাশের সময় : ২০ জানুয়ারি ২০২৫, ১১:৩১ অপরাহ্ণ

ইতিহাস গড়ে দ্বিতীয় বারের মতো নির্বাচনে জয় পাওয়ার ৭৭ দিন পর বিশ্বের শীর্ষ ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের শপথ নিয়েছেন ৭৯ বছর বয়সী ডোনাল্ড ট্রাম্প। শপথ নিয়ে তিনি বলেন, ‘এই মুহূর্ত থেকে যুক্তরাষ্ট্রের সোনালী যুগ শুরু হলো।’

আজ সোমবার বাংলাদেশ সময় রাত ১১ টায় ওয়াশিংটন ডিসির কংগ্রেস ভবনের ভেতরে ক্যাপিটল রোটুন্ডায় দেশটির ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ট্রাম্প। এ সময় দুটি বাইবেলের ওপর ভিত্তি করে শপথ নেন ট্রাম্প। এর একটি বাইবেল তাকে দিয়েছিলেন তার মা। অন্যটি লিঙ্কন বাইবেল।

এর মধ্য দিয়ে ২৪৮ বছরের মার্কিন ইতিহাসে দ্বিতীয় ব্যক্তি হিসাবে এক মেয়াদের বিরতিতে দ্বিতীয় বারের মতো হোয়াইট হাউসে প্রবেশ করেছেন ট্রাম্প।

প্রেসিডেন্ট হিসাবে ট্রাম্পের শপথ উপলক্ষ্যে সোমবার ওয়াশিংটনের সর্বত্রই ছিল সাজসাজ রব। নিরাপত্তা চাদরে ঢেকে দেওয়া হয়েছিল পুরো শহর। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় ২৫ হাজার সদস্য এ অনুষ্ঠানে নিরাপত্তা নিশ্চিতের দায়িত্ব পালন করেন।

৪ বছর পরপর মার্কিন প্রেসিডেন্টের অভিষেকের আয়োজন খোলা স্থানেই করা হয়। কিন্তু তীব্র ঠান্ডার কারণে কংগ্রেস ভবনের ভেতরে এবার অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয়। দ্বিতীয়বারের মতো কংগ্রেস ভবনের রোটুন্ডায় করা হয় পুরো আয়োজন।

ভয়াবহ ঠান্ডার কারণে এমনটি করা হচ্ছে বলে শুক্রবার ট্রাম্প নিজেই জানিয়েছেন। কংগ্রেস ভবনের ভেতরে অনুষ্ঠিত হওয়ায় এবার বিপুলসংখ্যক মানুষের সমাগম হওয়ার সুযোগ ছিল না। সেখানে মাত্র ২০ হাজার অতিথির বসার স্থান রয়েছে। যারা ভেতরে ঢোকার টিকিট পাননি, তারা ন্যাশনাল মলে বড় স্ক্রিনে অনুষ্ঠান সরাসরি উপভোগ করেছেন।

শপথ অনুষ্ঠানে ট্রাম্প বলেন, ‘আমি শপথ করছি যে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব সততার সঙ্গে পালন করবো এবং আমার সর্বোচ্চ সামর্থ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রের সংবিধান সংরক্ষণ, সুরক্ষা এবং রক্ষা করবো।’

এরপর অভিষেক বক্তৃতায় নতুন মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আজ থেকে আমাদের দেশ উন্নতির পথে যাত্রা করবে, বিশ্বব্যাপী আবারও সম্মানিত হবে। বিশ্বের প্রতিটি দেশের ঈর্ষার কারণ হবো আমরা। আর কখনো জাতি হিসেবে আমরা নিজেদের প্রতারণার শিকার হতে দেবো না।’

 

এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের অনগ্রসরতা থামলো জানিয়ে ট্রাম্প বলেন, ‘আমাদের প্রধান লক্ষ্য হবে এমন একটি দেশ গঠন করা, যারা গর্বিত, সমৃদ্ধ ও স্বাধীন। আমেরিকা দ্রুত আগের চেয়ে আরও মহান, আরও শক্তিশালী ও আরও অনন্য হয়ে উঠবে।’

শপথের পর ট্রাম্প ক্যাপিটল থেকে হোয়াইট হাউজে একটি জমকালো প্যারেডের মাধ্যমে যাত্রা করেন। ট্রাম্পের সম্মানে ক্যাপিটল রোটুন্ডায় কুচকাওয়াজও আয়োজন করা হয়।

বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। যদিও ২০২০ সালে বাইডেনের শপথগ্রহণ অনুষ্ঠানে ছিলেন না ট্রাম্প।

মার্কিন প্রেসিডেন্টের শপথ বাক্য দেশটির সংবিধানের দ্বিতীয় অনুচ্ছেদের প্রথম ধারায় নির্ধারিত। তবে ভাইস প্রেসিডেন্টসহ অন্যান্য ফেডারেল কর্মকর্তার শপথ সংবিধানে উল্লেখ নেই। এগুলো কংগ্রেসের প্রণীত আইনের মাধ্যমে নির্ধারণ করা হয়।

ট্রাম্পের শপথ অনুষ্ঠানে বিল ক্লিনটন, জর্জ ডব্লিউ বুশ, বারাক ওবামা, ইলন মাস্ক, জেফ বেজোস, মার্ক জাকারবার্গসহ প্রযুক্তি জগতের বেশ কয়েকজন শীর্ষ ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: ঐতিহাসিক জয়, আবারও হোয়াইট হাউসে ফিরলেন ট্রাম্প

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর