রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫ | ৫ মাঘ, ১৪৩১ | ১৮ রজব, ১৪৪৬

মূলপাতা রাজধানী

নিকাবকাণ্ডে একজনকে চাকরিচ্যুত করলো চ্যানেল আই



রাজনীতি সংবাদ প্রতিবেদক, ঢাকা
প্রকাশের সময় : ১৯ জানুয়ারি ২০২৫, ৫:৩১ অপরাহ্ণ

দেশের বেসরকারি টেলিভিশন চ্যানেল আই নিকাবকাণ্ডে একজনকে চাকরিচ্যুত করেছে। আজ রোববার চ্যানেল আই এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

এর আগে নিকাব পরার কারণে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক সমন্বয়ককে টকশোতে অংশ নিতে না দেওয়ার অভিযোগ উঠে। এই অভিযোগে টেলিভিশন থেকে সহকারী প্রযোজক (অনিয়মিত) আতোয়ার শিকদারকে অব্যাহতি দেওয়া হয়েছে। অব্যাহতির বিষয়টি নিজেদের ভেরিফায়েড ফেসবুকে পেজে জানিয়েছে ‘চ্যানেল আই’।

জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থানবিষয়ক বিশেষ সেলের সহ-সমন্বয়ক নাফিসা ইসলাম সাকাফিকে ডাকা হয় টক শোতে।

এ সময় নাফিসা নিকাব পরে টক শোতে অংশ নেওয়ার কথা জানালে কর্তৃপক্ষ নিকাব পরে টক শোতে অংশ নেওয়া যাবে না বলে জানিয়ে দেয়।

চ্যানেল আই তাদের বিবৃতিতে জানিয়েছে, ‘৩৬ জুলাই’ অনুষ্ঠানের সহকারী প্রযোজক হিসেবে নির্ধারিত অতিথির সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগের সময় আপনার (আতোয়ার শিকদার) বক্তব্য ‘চ্যানেল আই’-এর ব্যাপারে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতিবাচক আলোচনার সূত্রপাত করেছে। একজন সম্মানিত অতিথির সঙ্গে আপনার এরূপ বক্তব্য চ্যানেল আইয়ের নীতি ও চর্চার পরিপন্থী। আপনার এই দায়িত্বহীন আচরণের কারণে আপনাকে ‘চ্যানেল আই’-এর সব কর্মকাণ্ড থেকে অব্যাহতি প্রদান করা হলো।

 

এদিকে আতোয়ার শিকদারকে চাকরিচ্যুত করার ঘটনায় প্রশ্ন তুলেছেন আলোচিত সহ-সমন্বয়ক নাফিসা ইসলাম সাকাফি। চ্যানেল আইয়ের ওই কর্মীকে অব্যাহতি দেওয়ার পরপরই নিজের ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়েছেন তিনি।

ওই পোস্টে সাকাফি বলেন, ‘আতোয়ার শিকদার ভাইয়ের চাকরি চলে গেছে। কিন্তু এখানে আদৌও তার কোনো দোষ ছিল? আমি কি আতোয়ার ভাইকে নিয়ে কথা বলেছি নাকি সিস্টেমটা নিয়ে কথা বলেছি? আমি আতোয়ার শিকদার ভাইয়ের সঙ্গে আছি। ঊর্ধ্বতন কারো কমান্ড পালনের জন্য তিনি চাকরি হারাতে পারেন না।’

এর আগে দুপুরে এক পোস্টে নাফিসা জানান, আজ রোববার বিকেল ৩টায় একটি বেসরকারি টেলিভিশনে তাকে একটি টক শোতে আমন্ত্রণ জানানো হয়। তিনি ওই চ্যানেলকে জানান, ‘আমি নিকাব করে টক শোতে অ্যাটেন্ড করব।’ তখন ওই চ্যানেলের কর্তৃপক্ষ তাকে জানিয়ে দেয়, নিকাব করে টক শোতে অংশ নেওয়া যাবে না।

তিনি আরো জানান, নিকাবের শর্ত তুলে দিয়ে তিনি মাস্ক পরে টক শোতে অংশগ্রহণের কথা জানান টিভি চ্যানেলটিকে।

কিন্তু চ্যানেলটি তার এ প্রস্তাবটিও প্রত্যাখ্যান করে এবং তাকে বাদ দিয়ে অন্য কাউকে টক শোর জন্য আমন্ত্রণের কথা জানায়।

নাফিসা ইসলাম সাকাফি ফেসবুকে এই পোস্টটি করার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা বিষয়টি নিয়ে ফেসবুকে বিভিন্ন মন্তব্য করেন। এর পরিপ্রেক্ষিতে টেলিভিশন থেকে সহকারী প্রযোজক (অনিয়মিত) আতোয়ার শিকদারকে চাকরি থেকে অব্যাহতি দিল ‘চ্যানেল আই’।

আরও পড়ুন: সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর