শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫ | ২৬ পৌষ, ১৪৩১ | ৯ রজব, ১৪৪৬

মূলপাতা দেশজুড়ে

সীমান্তে একদিনের ব্যবধানে বিএসএফের গুলিতে আরও ১ বাংলাদেশি নিহত


ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)

রাজনীতি সংবাদ প্রতিনিধি, সুনামগঞ্জ
প্রকাশের সময় : ৮ জানুয়ারি ২০২৫, ১০:৪২ অপরাহ্ণ

সীমান্তে একদিনের ব্যবধানে আরও এক বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার মাছিমপুর সীমান্তে সাইদুল ইসলাম (২৩) নামে এক যুবক বিএসএফের গুলিতে নিহত হয়েছেন।

আজ বুধবার সন্ধ্যায় বিশ্বম্ভপুরের মাছিমপুর সীমান্তের গামাইতলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত যুবক উপজেলা গামাইতলা গ্রামের মো. জয়নাল আবেদীনের ছেলে।

স্থানীয়দের সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় সাইদুল ইসলাম অবৈধভাবে বাংলাদেশি সুপারি নিয়ে মাছিমপুর সীমান্তের গামাইতলা এলাকা দিয়ে ভারতে যাওয়ার সময় বিএসএফ তাকে গুলি করে। পরে ২৮ ব্যাটালিয়ন বিজিবির সদস্যরা তাকে উদ্ধার করে। স্থানীয়রা তাকে প্রথমে বিশ্বম্ভরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক থাকে মৃত ঘোষণা করেন।

২৮ বিজিবির অধিনায়ক একেএম জাকারিয়া কাদির বলেন, ১৯৩ বিএসএফ ব্যাটালিয়নের করাইগড়া ক্যাম্পের দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১২০৯-এর কাছ থেকে আনুমানিক ২০-২২ গজ ভারতের অভ্যন্তরে গামারীতলা নামক স্থানে এক বাংলাদেশি সুপারি নিয়ে চোরাকারবারের উদ্দেশে প্রবেশ করেন। এ সময়ে ১৯৩ ব্যাটালিয়ন বিএসএফের করাইগড়া ক্যাম্পের টহল দল চোরাকারবারিকে লক্ষ্য করে ফায়ার করলে তার পেটে গুলি লাগে বলে গোয়েন্দা সূত্র এবং এলাকাবাসীর মাধ্যমে জানা যায়।

সুনামগঞ্জ সদর হাসপাতালের জরুরী বিভাগের ডাক্তার শফিকুর ইসলাম বলেন, নিহতের বুকে ও পেটে দুটি গুলি লেগেছে। ময়নাতদন্তের পর জানা যাবে কি ধরণের বুলেট শরীরে লেগেছে।

এর আগে গতকাল মঙ্গলবার হবিগঞ্জের চুনারুঘাটের পর এবার উপজেলার বাল্লা সীমান্তের বড়কিয়া এলাকায় জহুর আলী (৫০) নামে এক বাংলাদেশিকে পিটিয়ে হত্যা করে বিএসএফ। হত্যার পর ওই ব্যক্তির লাশ ভারতীয় পুলিশ উদ্ধার করে ত্রিপুরা রাজ্যের খোয়াই মহকুমা হাসপাতালে নিয়ে গেছে।

আরও পড়ুন: বাংলাদেশিকে গুলি করে মারলো বিএসএফ, লাশ নিয়ে গেলো ভারতীয় পুলিশ

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর