বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫ | ২৪ পৌষ, ১৪৩১ | ৭ রজব, ১৪৪৬

মূলপাতা চট্ট-মেট্টো

চট্টগ্রামে জনতার রোষানলে আওয়ামীপন্থী সাবেক ওসি, ছিঁড়ে ফেলা হলো শার্ট


চট্টগ্রামের পাঁচলাইশে আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে জনতার রোষানলে পড়েন কোতোয়ালী থানার সাবেক বিতর্কিত ওসি নেজাম উদ্দিন।

রাজনীতি সংবাদ প্রতিবেদক, চট্টগ্রাম
প্রকাশের সময় : ৬ জানুয়ারি ২০২৫, ৫:০১ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানার বিতর্কিত সাবেক ওসি নেজাম উদ্দিন জনতার রোষানলে পড়েছেন। বিক্ষুব্ধ জনতা আওয়ামীপন্থী এ পুলিশ কর্মকর্তাকে ঘিরে ধরে তার কলার ধরে টেনেহিঁচড়ে পরনের শার্ট ছিঁড়ে ফেলেন।

আজ সোমবার বেলা আড়াইটার দিকে নগরীর পাঁচলাইশের আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে এ ঘটনা ঘটে।

পরে পাঁচলাইশ থানা-পুলিশ তাকে উদ্ধার করে হেফাজতে নিয়ে যায়। তবে এরপর বিক্ষুব্ধ জনতা থানা ঘেরাও করে হট্টগোল করেন ও স্লোগান দিতে থাকেন।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বেলা আড়াইটায় ব্যক্তিগত গাড়িতে পাসপোর্ট অফিসের সামনে আসেন পুলিশ কর্মকর্তা নেজাম উদ্দিন। এ সময় আশপাশে থাকা বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নেজাম উদ্দিনকে দেখতে পেয়ে ছুটে আসেন। এ সময় স্থানীয় জনতাও আওয়ামীপন্থী এ পুলিশ কর্মকর্তার দিকে তেড়ে যান। তখন নেজামের সঙ্গে তাদের হাতাহাতি হয়। একপর্যায়ে নেজামকে প্রহার করা হয়। এ সময় তার পরনে থাকা শার্ট ছিঁড়ে যায়।

 

নেজাম উদ্দিন আটক হওয়ার খবর ছড়িয়ে পড়লে পাঁচলাইশ থানায় মানুষের ভিড় জমতে শুরু করে। তাকে গ্রেপ্তারের দাবিতে থানা ঘেরাও করেছেন বিএনপি নেতাকর্মীরা। তারা সেখানে বিচারের দাবিতে মিছিল করছেন। নেজামের নির্যাতনের শিকার একাধিক মানুষও ঘটনাস্থলে ভিড় করেন।

নেজাম নগরীর বিভিন্ন থানায় দায়িত্বরত থাকাকালীন নির্যাতনের নানা অভিযোগ ছিল তার বিরুদ্ধে।

নগীরর চকবাজার থানা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব শহীদুল ইসলাম বলেন, পুলিশ কর্মকর্তা নেজাম উদ্দিন আওয়ামী লীগের আমলে নগরীর কোতোয়ালী ও বাকলিয়া থানার ওসি ছিলেন। ওই সময় তিনি বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীদের নানাভাবে নির্যাতন, নিপীড়ন ও হয়রানি করেছেন। বিনা কারণে গ্রেপ্তার করেছেন। চাঁদাবাজি করেছেন। অনুমতি থাকা সত্ত্বেও বিএনপিকে কর্মসূচি পালন করতে দেননি নেজাম উদ্দিন। আর তার বিরুদ্ধে মামলা রয়েছে। তাকে গ্রেপ্তার করতে হবে।

পাঁচলাইশ থানার ওসি মোহাম্মদ সোলাইমান গণমাধ্যমকে বলেন, নেজাম উদ্দীনকে হেফাজতে নেওয়া হয়েছে। পরে বিস্তারিত জানানো হবে।

নেজাম উদ্দিন সর্বশেষ সিআইডি কুমিল্লায় দায়িত্ব পালন করেন। এর আগে নগরীর কোতোয়ালী, বাকলিয়া, সদরঘাট থানায় ওসির দায়িত্ব পালন করেন তিনি।তবে বর্তমানে তিনি কোথায় কর্মরত আছেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, নেজাম উদ্দিন পাসপোর্ট সংক্রান্ত কাজে পাসপোর্ট অফিসে এসেছেন। তিনি দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন।

আরও পড়ুন: ওসি নেজামকে শাসালেন ডা. শাহাদাত!

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর