রবিবার, ৫ জানুয়ারি, ২০২৫ | ২১ পৌষ, ১৪৩১ | ৪ রজব, ১৪৪৬

মূলপাতা প্রেস রিলিজ

মিজানুছ ছালাম একাডেমির শিক্ষার্থীরা বিশ্বে জ্ঞানের আলো ছড়াবে: সুফি মিজান


পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফি মিজানুর রহমানকে ক্রেস্ট প্রদান করেন মিজানুছ ছালাম একাডেমির এরাবিক ল্যাঙ্গুয়েজ সেন্টারের শিক্ষার্থীরা।

রাজনীতি সংবাদ ডেস্ক
প্রকাশের সময় : ২ জানুয়ারি ২০২৫, ১:৩৩ অপরাহ্ণ

চট্টগ্রামের মিজানুছ ছালাম ইসলামিক একাডেমির শিক্ষার্থীরা বিশ্বে জ্ঞানের আলো ছড়িয়ে দেওয়ার আশা ব্যক্ত করেছেন দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমান।

গত ৩০ ডিসেম্বর বিকেলে নগরীর নাসিরাবাদ হাউজিং সোসাইটিতে মিজানুছ ছালাম ইসলামিক একাডেমিতে ‘এরাবিক কালচার’ শীর্ষক এক অনুষ্ঠানে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

পিএইচপি ফ্যামিলির সহযোগিতায় ‘মিজানুছ ছালাম এরাবিক ল্যাঙ্গুয়েজ সেন্টার’ এই অনুষ্ঠানের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন সুফি মোহাম্মদ মিজানুর রহমান।

অনুষ্ঠানে আরবি ভাষায় ডিবেট এবং শিক্ষণীয় নাট্যমঞ্চ দুটি পর্বে মিজানুছ ছালাম এরাবিক ল্যাঙ্গুয়েজ সেন্টারের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। ‘ফেসবুকের উপকারিতা ও অপকারিতা’ বিষয়ক ডিবেটে মোহাম্মদ ইব্রাহিম এবং মোহাম্মদ আলী হায়দারের নেতৃত্বে দুটি দল অংশ নেয়।

অনুষ্ঠানে সুফি মিজানুর রহমান বলেন, ‘আরবি পবিত্র কোরআনের ভাষা। ঐতিহ্যবাহী এ ভাষা অন্যান্য ভাষার চেয়ে প্রসিদ্ধ। এই ভাষার চর্চা হলে দেশ ও দেশের মানুষের জন্য কল্যাণ বয়ে আনবে। আরবি ভাষার চর্চায় মিজানুছ ছালাম একাডেমি দেশের মধ্যে একটি অনন্য প্রতিষ্ঠান হিসাবে খ্যাতি অর্জন করবে। এখান থেকে শিক্ষার্থীরা বের হয়ে পুরো বিশ্বে জ্ঞানের দ্যুতি ছড়াবে।’

 

একুশে পদকপ্রাপ্ত এই শিল্পপতি বলেন, ‘এই প্রতিষ্ঠানের সঙ্গে প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান আল আযহার বিশ্ববিদ্যালয়ের সঙ্গে নিবিড় সম্পর্ক রয়েছে। ইসলামি উচ্চ শিক্ষায় প্রতি বছর এখান থেকে মিশরের এই বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাচ্ছে। আমরা প্রকৃত ইসলামের চর্চা করতে চাই।’

পিএইচপি ফ্যামিলির পরিচালক আলী হোসেন সোহাগ বলেন, ‘প্রথমবারের মতো মিজানুছ ছালাম একাডেমি থেকে স্কলারশিপ নিয়ে আল আযহার বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী গেছে। আশা করি আগামীতে এ সংখ্যা আরও বাড়বে। এতে আরবি জ্ঞানে সমৃদ্ধ হয়ে তারা বিশ্বব্যাপী সঠিক ইসলামের বাণী পৌঁছাবেন।’

অনুষ্ঠানে পিএইচপি ফ্যামিলির পরিচালক জহিরুল ইসলাম রিংকু, পিপলস ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সিরাজুল মোস্তফা, জামেয়া আহমাদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ অছিঅর রহমান, সাবেক মুফতি আল্লামা মুফতি কাজী আব্দুল ওয়াজেদ, সুবহানিয়া আলিয়া কামিল মাদ্রাসার সাবেক মুহাদ্দিস আল্লামা কাজী মোহাম্মদ মঈনুদ্দিন আশরাফি, জামেয়া আহমাদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদ্রাসার আরবি প্রভাষক হাফেজ মাওলানা মোহাম্মদ ওসমান গনী প্রমুখ উপস্থিত ছিলেন।

মিজানুছ ছালাম এরাবিক ল্যাঙ্গুয়েজ সেন্টারের সম্মানিত পরিচালক ড. মাওলানা মুহাম্মাদ মোহাম্মদ সাইফুল ইসলাম আযহারির সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে মাওলানা সৈয়দ মোহাম্মদ জালাল উদ্দীন আল আযহারী, মাওলানা মোহাম্মদ শায়েস্তা খান আল আযহারী, মাওলানা আবু আহমাদ আল আযহারী, মাওলানা ড. মোহাম্মদ ফখরুল ইসলাম কাদেরি, আরবি ভাষা কোর্সের শিক্ষক মাওলানা মোহাম্মদ আব্দুল খালেক আল আযহারি প্রমুখ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর