শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪ | ১৩ পৌষ, ১৪৩১ | ২৫ জমাদিউস সানি, ১৪৪৬

মূলপাতা চট্ট-মেট্টো

পুলিশের ভয়ে পানির ট্যাংকে লুকিয়ে ছিলেন আ.লীগ নেত্রী, এরপর যা ঘটলো 


নাজনীন সরওয়ার কাবেরী

রাজনীতি সংবাদ প্রতিবেদক, চট্টগ্রাম
প্রকাশের সময় : ২৭ ডিসেম্বর ২০২৪, ১০:১৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম নগরীর চকবাজার থেকে আওয়ামী লীগ নেত্রী নাজনীন সরওয়ার কাবেরীকে আটক করেছে পুলিশ। অভিযানের সময় পুলিশের ভয়ে আটক এড়াতে ভবনের ছাদে থাকা একটি পানির ট্যাংকে লুকিয়েছিলেন তিনি। কিন্তু শেষ রক্ষা হয়নি।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১১টার দিকে চকবাজার দেবপাহাড় এলাকা থেকে তাকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের (সিএমপি) ডিসি (দক্ষিণ) শাকিলা সোলতানা বলেন, ‘বৃহস্পতিবার রাত ১১টার দিকে নাজনীন সরওয়ার কাবেরীর বাসায় অভিযান পরিচালনা করা হয়। এসময় তিনি আটক এড়াতে ভবনের ছাদে থাকা একটি পানির ট্যাংকে লুকিয়েছিলেন। আমরা তাকে হেফাজতে নিয়েছি। তাকে কক্সবাজার জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হবে। সেখানে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।’

কাবেরী কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি কক্সবাজারের একাধিক আসন থেকে মনোনয়ন ফরম নিয়েছিলেন। তিনি কক্সবাজার-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও ও জাতীয় সংসদের সাবেক হুইপ সাইমুম সরওয়ার কমলের ছোট বোন।

নাজনীন সরওয়ার কাবেরী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নানা বিষয়ে ভিডিও আপলোড করতেন তিনি। আলোচিত-সমালোচিত এই নেত্রী ফেসবুকে ভাইরাল ছিলেন।

পুলিশের একটি সূত্র জানিয়েছে, কাবেরী বর্তমানে চকবাজার থানা পুলিশের হেফাজতে রয়েছেন। তাকে কক্সবাজার জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হতে পারে। সেখানের কোনো একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হতে পারে।

আরও পড়ুন:

‘হায় মুজিব হায় মুজিব’ মাতম করা সেই আ.লীগ নেতা গ্রেপ্তার

স্বর্ণ চোরাচালানের দায়ে চট্টগ্রাম বিমানবন্দরে যাত্রী আটক, উড়োজাহাজ জব্দ

মাসে দেড় কোটি টাকা আয় করে কর দেয় না চট্টগ্রাম সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশন

আড়াই ঘণ্টা অফিস করে বেতন নেন আড়াই লাখের ওপরে!

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর