শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪ | ১২ পৌষ, ১৪৩১ | ২৪ জমাদিউস সানি, ১৪৪৬

মূলপাতা আন্তর্জাতিক

ওমরাহ পালনকারীদের সুখবর দিলো সৌদি আরব


পবিত্র কাবা ঘর। ফাইল ছবি

রাজনীতি সংবাদ ডেস্ক
প্রকাশের সময় : ২৬ ডিসেম্বর ২০২৪, ৮:৩৪ অপরাহ্ণ

ওমরাহ পালনকারীদের জন্য সুখবর দিয়েছে সৌদি আরব। সারাবিশ্বের কোটি কোটি ধর্মপ্রাণ মুসলমানের জন্য ওমরাহ পালনকে আরও সহজ করার পদক্ষেপ নিয়েছে দেশটি। এখন থেকে ওমরা পালনকারীরা বিনামূল্যে লাগেজ সংরক্ষণ করতে পারবেন।

আজ বুধবার সৌদির দেওয়া ঘোষণা অনুযায়ী, ওমরাহ পালনকারীদের জন্য গ্র্যান্ড মসজিদের পূর্ব দিকে মক্কা লাইব্রেরির কাছে এবং পশ্চিম দিকে গেট ৬৪-এর কাছে বিনামূল্যে লাগেজ সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে।

কর্তৃপক্ষ জানায়, একজন ওমরাহ পালনকারী সর্বোচ্চ চার ঘণ্টার জন্য সাত কেজি ওজনের ব্যাগ রাখতে পারবেন। তবে ব্যাগের বাইরে কিছু রাখা যাবে না। এ ছাড়া মূল্যবান ও নিষিদ্ধ জিনিসপত্র, খাবার ও ওষুধ রাখা যাবে না। ব্যাগ জমা দিয়ে টিকিট নিতে হবে ও টিকিট দেখিয়ে পরে ব্যাগ ফেরত নিতে হবে।

ওমরা পালনকারীরা সৌদি আরব সরকার অনুমোদিত ডিজিটাল হজ সেবা গেটওয়ে নুসুক অ্যাপের মাধ্যমে পারমিট দেখিয়ে এই সুবিধা নিতে পারবেন। মক্কার পবিত্র দুই মসজিদে প্রবেশ করতে হলে নুসুক অ্যাপের মাধ্যমে ওমরা পালনের অনুমতি নেওয়া বাধ্যতামূলক।

সৌদি প্রেস এজেন্সি জানায়, নুসুক অ্যাপের মাধ্যমে এই সুবিধা নিতে পারবেন ওমরাহ পালনকারীরা। এ ছাড়া কাবা শরিফের আশপাশের সব এলাকায় এই সেবা সম্প্রসারণের পরিকল্পনা করা হচ্ছে।

আরও পড়ুন:

হজযাত্রী নিবন্ধনের সময় আবার বাড়লো

স্বর্ণ চোরাচালানের দায়ে চট্টগ্রাম বিমানবন্দরে যাত্রী আটক, উড়োজাহাজ জব্দ

অভিনব কায়দায় আনিসুল, সালমান ও জিয়াকে হত্যা মামলা থেকে অব্যাহতির চেষ্টা

চিকিৎসার জন্য ৭ জানুয়ারি লন্ডন যেতে পারেন খালেদা জিয়া

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর