রাজনীতি সংবাদ প্রতিবেদক, ঢাকা
প্রকাশের সময় : ২৪ ডিসেম্বর ২০২৪, ৭:১৬ অপরাহ্ণ
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে অন্তর্বর্তী সরকারের দেওয়া চিঠির জবাব এখনো দেয়নি ভারত সরকার। দিল্লির চিঠির জবাব পেলে পরবর্তী পদক্ষেপ নেবে ঢাকা।
আজ মঙ্গলবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এ কথা জানান।
রফিকুল আলম বলেন, ‘ভারতের সঙ্গে প্রত্যর্পণ চুক্তিতে কাউকে ফেরত পাঠানোর সুনির্দিষ্ট কোনো সময়সীমা নেই। বাংলাদেশের নোট ভারবালের (কূটনৈতিক পত্র) পরিপ্রেক্ষিতে ভারত সরকারের উত্তরের জন্য একটি স্বাভাবিক সময় পর্যন্ত বাংলাদেশ অপেক্ষা করবে। এরমধ্যে চিঠির বিষয়ে দিল্লির জবাব না পেলে আবারও তাগাদা পত্র পাঠাবে সরকার।’
তবে স্বাভাবিক সময়ের কতটুকু, সে ব্যাপারে সুনির্দিষ্ট তথ্য দেননি তিনি।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র বলেন, ‘এটি নির্ভর করে কোন বিষয়ের ওপর কথা হচ্ছে। আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছি, সেটি অত্যন্ত সংবেদনশীল। এর স্বাভাবিক সময় ব্র্যাকেটিং করার সুযোগ নেই। এসব ক্ষেত্রে কখনো কখনো কোনো কোনো বিষয়ে বছরের পর বছর লেগে যায়।’
রফিকুল আলম বলেন, ‘ভারতে অবস্থান করে বিভিন্ন দেশে শেখ হাসিনার ভার্চুয়াল বক্তব্য বাংলাদেশ ভালোভাবে নিচ্ছে না, এই বিষয়টিও দেশটির সরকারকে জানানো হয়েছে।’
শেখ হাসিনাকে ফেরত চেয়ে গতকাল সোমবার দিল্লিকে কূটনৈতিক পত্র পাঠানোর কথা জানায় পররাষ্ট্র উপদেষ্টা। এরপর সোমবার রাতেই ঢাকার দেওয়া কূটনৈতিক পত্র গ্রহণের কথা জানায় দিল্লি।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, বাংলাদেশ হাইকমিশন থেকে শেখ হাসিনাকে ফেরত চেয়ে একটি ভারবাল নোট পেয়েছি। তবে এই মুহূর্তে বিষয়টি নিয়ে আমাদের কোনো মন্তব্য নেই।
আরও পড়ুন: শেখ হাসিনাকে ফেরাতে ভারতকে চিঠি