বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪ | ৩ পৌষ, ১৪৩১ | ১৫ জমাদিউস সানি, ১৪৪৬

মূলপাতা রাজধানী

‘সাঈদীকে ভারতের নির্দেশে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে’


মাসুদ সাঈদী

রাজনীতি সংবাদ প্রতিবেদক, ঢাকা
প্রকাশের সময় : ১৫ ডিসেম্বর ২০২৪, ৯:১৯ পূর্বাহ্ণ

ভারতের নির্দেশে শেখ হাসিনা পরিকল্পিতভাবে আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীকে হত্যা করেছেন বলে মন্তব্য করেছেন তার ছেলে ও আল্লামা সাঈদী ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট মাসুদ সাঈদী।

গতকাল শনিবার রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে ‘আমার দেখা আল্লামা সাঈদী’ বইয়ের প্রকাশনা উৎসব ও আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

মাসুদ সাঈদী বলেন, ‘২০১০ সালের ২৯ জুন আল্লামা সাঈদীকে গ্রেপ্তার করা হয়। ওই সময় আল্লামা সাঈদীসহ জামায়াতের নিরীহ নেতাদের তথাকথিত যুদ্ধাপরাধের মামলায় গ্রেপ্তার করে কাউকে ১০ বছর, ১২ বছর, ১৩ বছর কারাগারে আটকে রেখে তাদের পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ওই সময় গোটা বিচারটাই ছিল প্রহসনময়। ২০১৩ সালের ফেব্রুয়ারি আমার পিতা আল্লামা সাঈদীকে অন্যায়ভাবে ওই ট্রাইব্যুনাল থেকে ফাঁসির রায় দেওয়া হয়েছিল। ওই ফাঁসির রায়ের প্রতিবাদে সারাদেশে যখন মানুষ বিক্ষোভে ফেটে পড়েছিল; বিক্ষোভরত মানুষের বুকে গুলি করে হত্যা করা হয়েছিল। ওই সব হত্যার বিচার হতে হবে। অন্তর্বর্তী সরকার খুনি হাসিনাসহ এসবের হুকুমদাতাদের সবাইকে আইনের আওতায় নিয়ে আসতে হবে।’

 

সাঈদীপুত্র বলেন, ‘কেন তারা আল্লামা সাঈদীর কণ্ঠ স্তব্ধ করতে চেয়েছে? কারণ, ভারতীয় রাজনৈতিক ও অর্থনৈতিক আগ্রাসন যখন বাংলাদেশের ওপর চেপে বসতো, তখন সবার আগে বাঘের মতো গর্জে উঠতো আল্লামা সাঈদীর কণ্ঠ। দেশে ইসলামবিরোধী কর্মকাণ্ড দেখলেই তিনি রুখে দাঁড়াতেন।’

মাসুদ সাঈদী বলেন, ‘আল্লামা সাঈদীকে গ্রেপ্তার করা হয় ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার হাস্যকর মামলায়। কিন্তু বিচার করেছে তথাকথিত যুদ্ধাপরাধ মামলায়। আল্লামা সাঈদীকে যুদ্ধাপরাধ মামলায় গ্রেপ্তার করার মতো প্রমাণাদি সরকারের হাতে ছিল না। তাকে অন্যায়ভাবে আটকে রাখায় মুসলিম উম্মাহর ক্ষতি হয়েছে, বাংলাদেশের ক্ষতি হয়েছে। যুদ্ধাপরাধের টোটাল অভিযোগটাই হলো একটা নাটক।’

জুলাই বিপ্লবে নিহত শহীদদের রক্তের ঋণ শোধ করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়ে মাসুদ সাঈদী বলেন, ‘শেখ হাসিনা দেশের প্রতিটি সেক্টরকে দুর্নীতি, লুটপাট এবং হাজারো অনিয়মে ধ্বংস করে দিয়েছে। জুলাই অভ্যুত্থানের বীর যোদ্ধাদের ওপর নির্বিচারে গুলি চালিয়েছে। এ দেশে আর কোনো স্বৈরাচারের ঠাঁই হবে না।’

বইয়ের প্রকাশনা উৎসব ও ‘আল্লামা সাঈদীর জীবন ও কর্ম’ শীর্ষক আলোচনা সভায় তামিরুল মিল্লাত কামিল মাদরাসা টঙ্গীর সাবেক ভাইস প্রিন্সিপাল মাওলানা মোহাম্মদ সফিক উল্লাহ আল মাদানীসহ অন্যরা বক্তব্য দেন।

আরও পড়ুন: ট্রাইব্যুনাল ইজ রেডি, এবার আসো খেলা হবে: মাসুদ সাঈদী

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর