রাজনীতি সংবাদ প্রতিবেদক, চট্টগ্রাম
প্রকাশের সময় : ১৫ ডিসেম্বর ২০২৪, ৬:৪৪ অপরাহ্ণ
চট্টগ্রামে ‘হায় মুজিব হায় মুজিব’ মাতম করা সেই বহুল সমালোচিত ও বিতর্কিত আওয়ামী লীগ নেতা হাজী ইকবালকে (৬৩) গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ রোববার ভোরে বন্দর থানার ২নং সাইট মালুম বাড়ি জামে মসজিদের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
হাজী ইকবাল বন্দর থানা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বঙ্গবন্ধু সৈনিক লীগ চট্টগ্রাম মহানগরের সভাপতি। তিনি নগরীর মধ্যম হালিশহর ২নং সাইট এলাকার মৃত আলী আকবরের ছেলে।
বন্দর থানার ওসি কাজী মুহাম্মদ সুলতান আহসান বলেন, তার বিরুদ্ধে নগরীর বন্দর ইপিজেড বিভিন্ন থানার মামলা রয়েছে। তিনি চাঞ্চল্যকর যুবলীগকর্মী মহিউদ্দিন হত্যা মামলার প্রধান আসামি। বন্দর থানায় তার বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা রয়েছে। থানায় গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, ২০১৭ সালের ১৫ আগস্ট চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে তাজিয়া মিছিলের আদলে সমাবেশ করে ‘হায় মুজিব হায় মুজিব’ মাতম তুলেছিলেন হাজী ইকবাল। তার এই কর্মকাণ্ড নিয়ে দেশজুড়ে সমালোচনা সৃষ্টি হয়। এ ঘটনায় ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে ২০১৭ সালের ২৯ আগস্ট হাজী ইকবালের বিরুদ্ধে চট্টগ্রাম মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের হয়। মো.মহিউদ্দিন নামে বন্দর এলাকার এক ব্যক্তি বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন।
জানা গেছে, হাজী ইকবালের বিরুদ্ধে নগরীর বন্দর ও ইপিজেডসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। ২০১৮ সালে যুবলীগ কর্মী মো. মহিউদ্দিনকে এলোপাতাড়ি কুপিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়। চাঞ্চল্যকর মহিউদ্দিন হত্যা মামলারও প্রধান আসামি তিনি।
আরও পড়ুন: ৫ বিলিয়ন ডলার লুট: শেখ হাসিনা, জয় ও টিউলিপের দুর্নীতি অনুসন্ধানে রুল