রাজনীতি সংবাদ প্রতিবেদক, চট্টগ্রাম প্রকাশের সময় :২৭ নভেম্বর, ২০২৪ ১:০৯ : অপরাহ্ণ
চট্টগ্রাম জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের জানাজায় মানুষের ঢল নেমেছে। চট্টগ্রামের দূর-দূরান্ত থেকে বিভিন্ন শ্রেণি-পেশার হাজার হাজার মানুষ জানাযায় অংশগ্রহণ করেন।
আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে সাইফুল ইসলাম আলিফের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির শাহজাহান চৌধুরী।
জানাজায় স্থানীয় সরকার উপদেষ্টা হাসান আরিফসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং চট্টগ্রাম আদালতের আইনজীবীরা উপস্থিত ছিলেন। এ ছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলমসহ হাজারো শিক্ষার্থী অংশ নেন। এ সময় হত্যার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন স্থানীয় সরকার উপদেষ্টা।
এর আগে, সকালে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে আলিফের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এতে আলিফের সহকর্মী এবং পরিবারের সদস্যদের আহাজারিতে সৃষ্টি হয় হৃদয়বিদারক দৃশ্য।
জানাজা শেষে আলিফের মরদেহ গ্রামের বাড়ি লোহাগাড়া থানার চুনতিতে নিয়ে যাওয়া হয়।
এদিকে জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে জানাজা শেষে আলিফ নিহতের ঘটনায় দোষীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল বের করা হয়। ওয়াসা মোড় থেকে টাইগারপাস পর্যন্ত বিক্ষোভ করেন জানাজায় অংশ নেওয়া মানুষ। এ সময় তারা আইনজীবী সাইফুলের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার এবং সর্বোচ্চ বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
এদিকে আলিফ হত্যার ঘটনায় আজ চট্টগ্রাম আদালত বর্জন করেছেন আইনজীবীরা।
প্রসঙ্গত, রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার সনাতন ধর্মাবলম্বীদের সংগঠন আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গতকাল মঙ্গলবার চট্টগ্রাম আদালতে নেওয়া হলে সেখানে বিক্ষোভ করেন তার অনুসারীরা।
এ সময় বিকেলে চট্টগ্রাম আদালত এলাকায় সাইফুল ইসলাম আলিফ নামের এক আইনজীবীকে কুপিয়ে হত্যা করেন উগ্রবাদী সংগঠন ইসকনের সমর্থকরা। আলিফ সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশের একটি সূত্র জানায়, বিকেল পৌনে ৪টার দিকে ইসকনের অনুসারীরা আদালত এলাকায় বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা শুরু করলে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ তাদের বাধা দেন। এরপর তাকে তুলে নিয়ে আদালতের প্রধান ফটকের বিপরীতে রঙ্গম টাওয়ারের সামনে নিয়ে যাওয়া হয়। সেখানে সাইফুলকে কুপিয়ে আহত করা হয়। গুরুতর আহত অবস্থায় সাইফুলকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত সাইফুল ইসলাম আলিফ চট্টগ্রামে লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের জালাল উদ্দিনের ছেলে। তিনি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। তিনি ২০১৮ সালে জেলা আইনজীবী সমিতির সদস্য হন। পরে তিনি হাইকোর্টের আইনজীবী হিসেবেও নিবন্ধন পান।
আরও পড়ুন:
চট্টগ্রাম আদালত ভবনে ইসকন সমর্থকদের তাণ্ডব, আইনজীবীকে কুপিয়ে হত্যা
ইসকনকে নিষিদ্ধের দাবি জানালো হেফাজতে ইসলাম