রাজনীতি সংবাদ প্রতিবেদক, চট্টগ্রাম প্রকাশের সময় :২১ নভেম্বর, ২০২৪ ১১:৩০ : অপরাহ্ণ
ব্যবসায়ীদের জন্য বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিনের কাছে তিনটি প্রস্তাব দিয়েছেন দেশের অন্যতম বৃহৎ রপ্তানিকারক শিল্পপ্রতিষ্ঠান প্যাসিফিক জিন্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দ মোহাম্মদ তানভীর। এর মধ্যে তিনি পণ্যের উৎপাদন, আমদানি, রপ্তানি ও চাহিদার ডেটাভিত্তিক অনলাইন প্ল্যাটফর্ম চালু করার পরামর্শ দিয়েছেন। তার এই প্রস্তাবের প্রশংসা করে এক সপ্তাহের মধ্যে তা বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছেন বাণিজ্য উপদেষ্টা।
আজ বৃহস্পতিবার দুপুরে চিটাগাং চেম্বার অব কমার্সে আয়োজিত এক মতবিনিময় সভায় বাণিজ্য উপদেষ্টার কাছে সৈয়দ তানভীর এই প্রস্তাব উত্থাপন করেন। চেম্বারের কনফারেন্স হলে এ সভা অনুষ্ঠিত হয়।
বাণিজ্য উপদেষ্টাকে উদ্দেশ করে তরুণ শিল্পপতি সৈয়দ তানভীর বলেন, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ায় অনলাইন প্ল্যাটফর্মে তাদের পণ্যের উৎপাদন, আমদানি ও রপ্তানির পরিমাণ এবং চাহিদার পরিমাণের আপডেট তথ্য প্রকাশ করা হয়। কিন্তু আমাদের দেশে ব্যবসায়ীদের জন্য এরকম ব্যবস্থা নেই। ব্যবসায়ীরা মুহূর্তের মধ্যে এসব তথ্য জানতে পারেন না। ব্যবসায়ীদের কাস্টমস অফিসে গিয়ে এসব তথ্য সংগ্রহ করতে হয়। কাস্টম হাউসে বিশেষ সফটওয়্যার যুক্ত অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেমের মাধ্যমে এসব তথ্য সরবরাহ করা হয়। কাস্টম হাউসের মতো বাণিজ্য মন্ত্রণালয়ের এরকম অনলাইন প্ল্যাটফর্ম চালু করা দরকার। এতে ব্যবসায়ীরা উপকৃত হবে।
চিটাগাং চেম্বার অব কমার্সের সাবেক পরিচালক সৈয়দ তানভীরের এই প্রস্তাব শুনে তার বক্তব্য থামিয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন সভার মধ্যেই এক সপ্তাহের মধ্যে তা বাস্তবায়নের আশ্বাস দেন। বাণিজ্য উপদেষ্টার আশ্বাস শুনে সভায় উপস্থিত ব্যবসায়ীরা হাততালি দেন।
এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম কাস্টম হাউসের সহকারী কমিশনার ইসলামুল হক রাজনীতি সংবাদকে বলেন, ‘ব্যবসা সহজীকরণের জন্য পণ্যের উৎপাদন, আমদানি, রপ্তানি ও চাহিদার ডেটাভিত্তিক অনলাইন প্ল্যাটফর্ম খুবই গুরুত্বপূর্ণ। বাণিজ্য মন্ত্রণালয় চাইলে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে দ্রুত সময়ে এটা চালু করতে পারে। এতে ব্যবসায়ীদের আর কাস্টম হাউসে এসে আমাদের দ্বারস্থ হতে হবে না। মুহূর্তের মধ্যে তারা মোবাইলের মাধ্যমে অনলাইনে গিয়ে এ তথ্য জানতে পারবে।’
সভায় সৈয়দ তানভীর বাণিজ্য উপদেষ্টার কাছে আরও দুটি প্রস্তাব রাখেন। এগুলো হলো-সাপ্লাই চেইন ম্যানেজমেন্টকে (পণ্য বাজারে আনার জন্য প্রয়োজনীয় উপকরণ, উৎপাদন এবং কর্মীদের সমন্বয়) ডিজিটালাইজড করা এবং ইমপোর্ট সাবস্টিটিউট প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং প্রমোশন পলিসি করা। এ দুটি প্রস্তাবও বাস্তবায়নের আশ্বাস দেন বাণিজ্য উপদেষ্টা।
সভায় উপস্থিত ছিলেন বাণিজ্য সচিব মোহাং সেলিম উদ্দিন, ভোক্তা অধিকার অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলিম আখতার খান, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলাম, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. নাজনীন কাউসার চৌধুরী, চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম ও চিটাগাং চেম্বারের প্রশাসক মুহাম্মদ আনোয়ার পাশা। সভায় চট্টগ্রামে বিভিন্ন সেবা প্রদানকারী সংস্থা ও ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
আরও পড়ুন: আড়াই ঘণ্টা অফিস করে বেতন নেন আড়াই লাখের ওপরে!