বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪ | ৬ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৮ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা চট্ট-মেট্টো

আরও ৩ মাস বাড়লো চিটাগাং চেম্বারের প্রশাসকের মেয়াদ



রাজনীতি সংবাদ প্রতিবেদক, চট্টগ্রাম প্রকাশের সময় :১৮ নভেম্বর, ২০২৪ ৩:০৯ : অপরাহ্ণ

চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রশাসকের মেয়াদ আরও ৯০ দিন (তিন মাস) বাড়িয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। এর আগে গত ১ অক্টোবর প্রশাসকের মেয়াদ ৯০ দিন বাড়ানো হয়। এ নিয়ে দুই দফা ১৮০ দিন মেয়াদ বাড়ানো হয়েছে প্রশাসকের।

গতকাল রোববার বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

গত ৯ সেপ্টেম্বর চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মুহাম্মদ আনোয়ার পাশাকে ১২০ দিনের (৪ মাস) জন্য চিটাগাং চেম্বারের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি এখন ২০২৫ সালের ৬ জুলাই পর্যন্ত চিটাগাং চেম্বারের প্রশাসকের দায়িত্ব পালন করবেন।

তবে কী কারণে প্রশাসকের মেয়াদ আরও ৯০ দিন বাড়ানো হয়েছে তা বাণিজ্য মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়নি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রথম দফায় আরও ৯০ দিন বৃদ্ধি করে ৮ এপ্রিল পর্যন্ত প্রশাসকের মেয়াদ বাড়ানো হয়। ১ মার্চ থেকে রমজান শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। এ অবস্থায় রমজানের মধ্যে কিংবা আগে নির্বাচন করার বাধ্যবাধকতা ছিল প্রশাসকের। কিন্তু রমজানের আগে ভোট হলে চেম্বারের সদ্য নতুন সদস্য হওয়া ব্যক্তিদের বেশিরভাগ ভোট দিতে পারবেন না। কারণ চেম্বারের নির্বাচনে নতুন সদস্যদের ভোটের চার মাস আগে ভোটার হতে হয়। এ ছাড়া চেম্বারের পুরনো সদস্যদেরও অনেকে ভোট দিতে পারতেন না। পুরনো সদস্যদের নির্বাচনের তিন মাস আগে সদস্যপদ রিনিউ করতে হয়। এসব বিষয় বিবেচনা করে চেম্বারের প্রশাসকের মেয়াদ আরও ৯০ দিন বাড়ানো হয়েছে।

 

প্রথমে ১২০ দিনের জন্য চিটাগাং চেম্বারে প্রশাসক নিয়োগ দেওয়া হয়। কিন্তু চেম্বারের নির্বাচনে নতুন ও পুরনো সদস্যদের ভোটাধিকার নিশ্চিত করতে প্রশাসকের মেয়াদ বাড়ানোর দাবি জানান ব্যবসায়ীরা। তাদের দাবির প্রেক্ষিতে গত ১ অক্টোবর প্রথম দফায় প্রশাসকের মেয়াদ ৯০ দিন বাড়ায় বাণিজ্য মন্ত্রণালয়।

গত ৫ আগস্ট ক্ষমতার পটপরিবর্তনের পর চিটাগাং চেম্বার ঘিরে ব্যবসায়ীরা আন্দোলনে নামেন। চেম্বারে স্বেচ্ছাচারিতা ও পরিবারতন্ত্র প্রতিষ্ঠা করার অভিযোগে নগরীর আগ্রাবাদের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের সামনে বিক্ষোভ করেন তারা। এ পরিস্থিতিতে চাপে পড়ে গত ২ সেপ্টেম্বর চিটাগাং চেম্বারের সকল পরিচালক পদত্যাগ করেন। এরপর গত ৯ সেপ্টেম্বর বাণিজ্য মন্ত্রণালয় চিটাগাং চেম্বারে প্রশাসক নিয়োগ দেয়।

আরও পড়ুন:

৬ কোটি টাকার মালিক চিটাগাং চেম্বারের সেক্রেটারি

চট্টগ্রাম চেম্বারের ভোটের লড়াইয়ে নামতে পারেন আলোচিত ৫ ব্যবসায়ী

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর