বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪ | ৬ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৮ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা জাতীয়

ভারতে থেকে শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্যে অসন্তুষ্ট সরকার


শেখ হাসিনা

রাজনীতি সংবাদ প্রতিবেদক, ঢাকা প্রকাশের সময় :১৪ নভেম্বর, ২০২৪ ৬:২৯ : অপরাহ্ণ

ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট দেশ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখান থেকে যে রাজনৈতিক বিবৃতি ও বক্তব্য দিচ্ছেন, তা নিয়ে অন্তর্বর্তী সরকার বেশ অসন্তুষ্ট। এই অসন্তুষ্টির বিষয়টি ভারত সরকারকে জানানো হয়েছে।

আজ বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এ কথা জানান মুখপাত্র তৌফিক হাসান।

তৌফিক হাসান বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় একাধিকবার বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার ও ভারত সরকারকে বিষয়টি জানিয়েছে। তাদের এটি স্পষ্টভাবে বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের সময় ভারতে পালিয়ে যাওয়ার পর সেখানকার বিভিন্ন গণমাধ্যমে ধারাবাহিকভাবে রাজনৈতিক বিবৃতি বা বক্তব্য দিচ্ছে; সেটি আমাদের বাংলাদেশ সরকার ভালোভাবে নিচ্ছে না। এ ব্যাপারে সরকারের তীব্র অসন্তুষ্টি প্রকাশের পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রীকে বিবৃতি প্রদান থেকে বিরত রাখতে ভারত সরকারকে আহ্বান জানানো হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র বলেন, আমাদের দুই দেশের মধ্যে যে ঐতিহাসিক সম্পর্ক, পারস্পরিক শ্রদ্ধাবোধ এটির জন্য আসলে এ ধরনের বক্তব্য থেকে তাকে বিরত রাখাটা খুবই জরুরি।

তৌফিক হাসান বলেন, আমরা বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনারের কাছে বিষয়টি উত্থাপন করেছি। তিনি বলেছেন, এটা তার সরকারের কাছে বলবেন। আমরা আসলে অফিশিয়ালি কোনো রেসপন্স (সাড়া) পাইনি। তারা বিষয়টি দেখবেন-এ রকম জানিয়েছেন।

বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার গ্রেপ্তারের পরোয়ানা দিয়েছে। এক আদেশে ১৮ নভেম্বরের মধ্যে তাকে আদালতে হাজির করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনাও দেওয়া হয়েছে। একই সঙ্গে সাবেক এ প্রধানমন্ত্রীকে গ্রেপ্তারে রেড নোটিশ জারি করতে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের কাছে অনুরোধ করেছেন আইসিটির প্রধান কৌশলী।

শেখ হাসিনাকে ফেরানোর ক্ষেত্রে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগ জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, এই বিষয়টা আসলে একটা রাজনৈতিক সিদ্ধান্ত। যদি মিনিস্ট্রি বা অফিস থেকে আমাদের জানানো হয়, তাহলে আমরা যথাযথ পদক্ষেপ নেব। তবে আমাদের অফিশিয়ালি জানানো হয়নি।

শেখ হাসিনা ছাড়াও ভারতে কতজন বাংলাদেশি পালিয়ে গেছেন সরকার তাদের সংখ্যা জানে কি না-এমন প্রশ্নের জবাবে তৌফিক হাসান বলেন, সত্যিকার অর্থে এ ধরনের কোনো পরিসংখ্যান এই মুহূর্তে আমাদের কাছে নেই।

আরও পড়ুন: বিএনপির র‍্যালিতে খাঁচায় বন্দি শেখ হাসিনা!

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর