বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪ | ২৯ কার্তিক, ১৪৩১ | ১১ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা দেশজুড়ে

কক্সবাজারে গোপন বৈঠক থেকে ১৮ ইউপি সদস্য আটক


কক্সবাজারে একটি রিসোর্টে গোপন বৈঠক থেকে ১৮ ইউপি সদস্যকে আটক করে পুলিশ। ছবি: সংগৃহীত

রাজনীতি সংবাদ প্রতিনিধি, কক্সবাজার প্রকাশের সময় :৯ নভেম্বর, ২০২৪ ১০:১৭ : পূর্বাহ্ণ

কক্সবাজারে একটি আবাসিক হোটেলে গোপন বৈঠক করার সময় আওয়ামী লীগপন্থি ১৮ জন ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে আটক করেছে পুলিশ। আটককৃতরা কক্সবাজার জেলার ৯টি উপজেলার ইউপি সদস্য।

গতকাল শুক্রবার গভীর রাতে কক্সবাজার শহরের কলাতলী ইউনি রিসোর্টের ৫ম তলার হলরুম থেকে তাদের আটক করা হয়। কক্সবাজার সদর থানার ওসি ফয়জুল আজিম নোমান বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, ওই রিসোর্টের সম্মেলন কক্ষে রাষ্ট্র সংস্কার, ‘গণতন্ত্র প্রতিষ্ঠা ও স্থানীয় উন্নয়নে তৃণমূল জনপ্রতিনিধিদের করণীয়’ শীর্ষক মতবিনিময় সভার আয়োজন করে বাংলাদেশ ইউনিয়ন সদস্য সংস্থা (বাইসস) কক্সবাজার জেলা শাখা। সেখানে প্রায় ৭০ জন জনপ্রতিনিধি অংশ নেয়। একপর্যায়ে পুলিশ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা তাদেরকে ঘেরাও করে আটকে ফেলে। পরে পুলিশ ১৮ জনকে রেখে বাকিদের ছেড়ে দেয়।

কক্সবাজার সদর থানার ওসি ফয়জুল আজিম নোমান বলেন, আওয়ামী লীগ সমর্থিত ইউপি সদস্যদের ইউনি রিসোর্টে গোপন বৈঠক করার অভিযোগ পেয়েছি। যাদের বিরুদ্ধে মামলা আছে, তাদের আটক করা হয়েছে। এ ছাড়া যাদের বিরুদ্ধে মামলা নেই তাদের ছেড়ে দেওয়া হয়েছে।

আটক হওয়া টেকনাফ সদর ইউপি সদস্য জহির আহমেদ বলেন, জেলার ইউপি সদস্যের নিয়ে গঠিত সংগঠন মেম্বার অ্যাসোসিয়েশনর আলোচনা সভা ছিল। আমরা প্রায় ৭০ জনের মত ইউপি সদস্য উপস্থিত ছিলাম। সেখানে দেশের ক্লান্তিকালে কীভাবে কাজ করা যায় সেটি নিয়ে আলোচনা হচ্ছিল। হঠাৎ অতর্কিতভাবে পুলিশ ও সমন্বয়করা ঢুকে আমাদের আটক করেন।

আরও পড়ুন: শেখ হাসিনার নতুন ফোনালাপ ফাঁস

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর