রাজনীতি সংবাদ প্রতিবেদক, ঢাকা প্রকাশের সময় :৮ নভেম্বর, ২০২৪ ৬:০২ : অপরাহ্ণ
রাজধানীতে বিএনপির র্যালিতে খাঁচায় বন্দি অবস্থায় প্রতীকী শেখ হাসিনাকে প্রদর্শন করেছেন দলটির নেতাকর্মীরা।
আজ শুক্রবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই র্যালি শুরু হয়।
‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে বিএনপি এ র্যালির আয়োজন করে।
র্যালিটি কাকরাইল মোড়, কাকরাইল মসজিদ, মৎস্যভবন, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট, শাহবাগ, হোটেল শেরাটন, বাংলামোটর, কারওয়ান বাজার, ফার্মগেট হয়ে মানিক মিয়া এভিনিউতে গিয়ে শেষ হয়।
এই র্যালিয় শুধু ঢাকা মহানগরীই নয়, আশপাশের জেলা থেকেও বিএনপি নেতাকর্মীরা যোগ দেন। র্যালিতে লাখো মানুষের সমাগম হয়।
র্যালিতে দেখা যায়, টিয়া রঙের শাড়ি ও সাদা ব্লাউজ পরিয়ে প্রতীকী শেখ হাসিনাকে খাঁচায় বন্দি করা হয়েছে। চোখে আছে কালো চশমা। দূর থেকে দেখলে অবিকল শেখ হাসিনা! এমন ভিন্ন প্রদর্শন দেখে র্যালিতে উপস্থিত নেতাকর্মীরা সেই খাঁচা ঘিরে উপহাস করেন। এরই মধ্যে এ সম্পর্কিত একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
উল্লেখ্য, গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গণভবন ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এর পর থেকে তিনি নয়াদিল্লিতে আছেন। তবে তাকে সেখানে কোন মর্যাদায় রাখা হয়েছে, সে বিষয়ে ভারত সরকারের পক্ষ থেকে এখনো কিছু জানানো হয়নি।
এদিকে র্যালিপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, ‘স্বাধীনতাকামী জনগণকে একটি বিষয় স্মরণ করিয়ে আমি আবারও সতর্ক থাকতে অনুরোধ জানাতে চাই, আমি নিজেও সতর্ক থাকতে চাই। সেটি হলো-গণতন্ত্রবিরোধী অপশক্তির ষড়যন্ত্র এখনো থেমে নেই। অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করে দিতে পলাতক স্বৈরাচারের দোসররা দেশে-বিদেশে, শাসনে-প্রশাসনে এখনো সক্রিয়। এজন্য সবাইকে সতর্ক থাকতে হবে।’
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘১৯৭৫ সালের ৭ নভেম্বর ছিল বাংলাদেশের শত্রু-মিত্র চেনার দিন। আর ২০২৪ সালের ৫ আগস্ট ছিল বাংলাদেশের শত্রু চিহ্নিত করার দিন।’
আরও পড়ুন: অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না: তারেক রহমান