বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪ | ৬ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৮ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা আন্তর্জাতিক

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন

ভোট গণনায় হাডাহাড্ডি লড়াই, এগিয়ে ট্রাম্প


ভোট গণনায় ডোনাল্ড ট্রাম্প ও কমলা হ্যারিসের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে।

রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :৬ নভেম্বর, ২০২৪ ১২:০৬ : অপরাহ্ণ

মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনে ভোট গণনায় রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিসের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, প্রেসিডেন্ট নির্বাচনের জন্য মহা গুরুত্বপূর্ণ ইলেকটোরাল কলেজ ভোটে এখন পর্যন্ত কমলা হ্যারিসের চেয়ে এগিয়ে আছেন ডোনাল্ড ট্রাম্প।

মার্কিন গণমাধ্যম ফক্স নিউজের লাইভ আপডেটে পাওয়া তথ্য অনুযায়ী, যেখানে ২৭০ ইলেকটোরাল ভোট প্রয়োজন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জিততে, সেখানে এরই মধ্যে ২৪৮ ভোট পেয়ে এগিয়ে আছেন ট্রাম্প। অপরদিকে ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিস পেয়েছেন ২১৬ ভোট। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হতে মোট ৫৩৮টি ইলেকটোরাল ভোটের মধ্যে অন্তত ২৭০টি নিশ্চিত করতে হবে।

 

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার (৫ নভেম্বর) সকাল থেকে রাত পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে ৫০টি অঙ্গরাজ্যে। টাইম জোনের তারতম্য থাকায় রাজ‍্যগুলোতে ভোটগ্রহণ ও সম্পন্ন হয় ভিন্ন ভিন্ন সময়ে।

ভোট শুরুর বেশ আগেভাগেই লাইন দিয়ে দাঁড়ান ভোটাররা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এ লাইন আরও দীর্ঘ হয়। ভোটাররা বলেছেন, এত সংখ্যক ভোটারের উপস্থিতি এর আগে কখনও দেখা যায়নি। সেইসঙ্গে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকলেও এ অপেক্ষা অস্বস্তির ছিল না বলে জানান ভোটারদের কেউ কেউ।

ভোটের সংখ্যা
ডেমোক্রেটিক পার্টি (কমলা হ্যারিস): ৫ কোটি ৬৬ লাখ ভোট
রিপাবলিকান পার্টি (ডোনাল্ড ট্রাম্প): ৬ কোটি ৯ লাখ ভোট

প্রতি মিনিটে মিনিটে প্রাপ্ত ভোটের সংখ্যা বেড়ে চলছে।

সিনেট
ডেমোক্রেটিক পার্টি: ৪০
রিপাবলিকান পার্টি: ৪৯

হাউস অব রিপ্রেজেন্টেটিভস
ডেমোক্রেটিক পার্টি: ১৫০
রিপাবলিকান পার্টি: ১৭৭

নির্বাচনে জয়ের জন্য যা প্রয়োজন
মোট ৫০টি অঙ্গরাজ্যে ৫৩৮টি ইলেকটোরাল কলেজ ভোট রয়েছে। জিততে হলে ২৭০টি ইলেকটোরাল কলেজ ভোট পেতে হবে।

এর মধ্যে নির্বাচনের জয়–পরাজয় নির্ধারণে বড় ভূমিকা রাখে দোদুল্যমান ৭টি অঙ্গরাজ্য। সেগুলো কোনো দলের সুনির্দিষ্ট ঘাঁটি নয়। এসব অঙ্গরাজ্য হলো-নর্থ ক্যারোলাইনা, জর্জিয়া, পেনসিলভানিয়া, মিশিগান, উইসকনসিন, অ্যারিজোনা ও নেভাদা। নির্বাচন পর্যবেক্ষকরা এসব রাজ্যের দিকেই তাকিয়ে রয়েছেন। বাকি রাজ্যগুলো রিপাবলিকান বা ডেমোক্রেটিক দলের ঘাঁটি। সেসবে ধারাবাহিকভাবে নির্দিষ্ট একটি দলই জিতে আসছে।

আরও পড়ুন: কে যাচ্ছেন হোয়াইট হাউসে, ট্রাম্প নাকি কমলা

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর