বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী ও সাধারণ মানুষদের হত্যার দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ পাঁচ রাজনীতিবিদের প্রতীকী ফাঁসি দিয়েছে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র-জনতা।
আজ সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় প্রতীকী ফাঁসি মঞ্চ তৈরি করে সেখানে পরপর পাঁচটি কুশপুত্তলিকায় ৫ রাজনীতিবিদের ছবি দিয়ে প্রতীকী ফাঁসি দেওয়া হয়।
প্রতীকী ফাঁসি দেওয়া অপর চার রাজনীতিবিদ হলেন-আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের, জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনু ও জাতীয় ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।
ফাঁসির মঞ্চের পর্দা উন্মোচন করেন ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা।
প্রতীকী ফাঁসি শেষে তিনি বলেন, আওয়ামী লীগ যেকোনো প্রক্রিয়ায় পুনরায় ফিরে আসতে চাইছে। যারা গণহত্যা করেছে, গুম-খুন করেছে ও তাদেরকে দ্রুত গ্রেপ্তার করতে হবে। তাদের রাজনৈতিক অপতৎপরতা নিষিদ্ধ করতে হবে। তাদের মধ্যে যারা এমপি মন্ত্রী হয়েছে, তাদের বিচার করতে হবে।
ছাত্র অধিকার পরিষদের সভাপতি বলেন, আমলাতান্ত্রিক, ব্যবসায়িক, আইনি সব অঙ্গন থেকে ফ্যাসিবাদের দোসরদের সমূলে উৎপাটন করতে হবে। ২৪-এর গণআন্দোলনে ছাত্র-জনতা হাত, পা, চোখ হারিয়েছে। মা-বাবা, ভাই-বোন, স্বামী-সন্তান হারিয়েছে। তারা কোনোদিন ফিরে আসবে না। তাহলে আওয়ামী লীগ, জাতীয় পার্টি কীভাবে ফিরে আসবে? আমরা গণঅভ্যুত্থানের চেতনার সাথে বেঈমানি করতে পারি না।
এ সময় ছাত্র আন্দোলনে সব অন্যায় ও অবিচারের সুষ্ঠু বিচার দাবির পাশাপাশি ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বেআইনি কাজের জন্য শাস্তির দাবি জানায় ছাত্র অধিকার পরিষদ।
আরও পড়ুন: শেখ হাসিনাকে ভারতে আশ্রয় কেন, প্রশ্ন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর