রাজনীতি সংবাদ প্রতিবেদক, ঢাকা প্রকাশের সময় :২৭ অক্টোবর, ২০২৪ ১০:৩৪ : পূর্বাহ্ণ
রাষ্ট্রপতির সঙ্গে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাখাওয়াত হোসেনের বানোয়াট ফোনালাপ তৈরি ও প্রচারের অভিযোগে একজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। তার নাম নাফিস ফুয়াদ ঈশান (২২)।
আজ ভোরে রাজধানীর খিলগাঁও এলাকা থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ তালেবুর রহমান।
পরে নাফিসকে গত বছরের ২৮ অক্টোবর বিএনপিকর্মী শামীম হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমান তাকে ৩ দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দেন।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত নাফিস গত ১৬ আগস্ট নাগরিক টিভির ইউটিউব চ্যানেলে প্রচারিত অন্তর্বর্তী সরকারের তৎকালীন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাখাওয়াত হোসেনের সাক্ষাৎকারের অংশ বিশেষ কপি করে রাষ্ট্রপতির সঙ্গে একটি বানোয়াট ফোনালাপ তৈরি করেন। পরে জনমনে বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশে কোয়ালিটি টিভি নামক ইউটিউব চ্যানেলে প্রচার করেন।
আটককৃত নাফিস ফুয়াদ ঈশানকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ বরাতে তালেবুর রহমান জানান, তিনি কোয়ালিটি টিভি নামক অনলাইন ভিত্তিক একটি ইউটিউব চ্যানেলের অ্যাডমিন। একই সাথে কেস টিভি নামক ফেসবুক পেইজের ও অ্যাডমিন। নাফিস ফুয়াদ ঈশান তার পরিচালিত কোয়ালিটি টিভির মাধ্যমে দীর্ঘদিন ধরে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে অসৎ উদ্দেশে মিথ্যা এবং বানোয়াট কনটেন্ট তৈরি করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে আসছিলেন।
আরও পড়ুন: রাষ্ট্রপতির অপসারণ বিষয়ে দলের ভেতরে আলোচনা করে সিদ্ধান্ত দেবে বিএনপি