শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪ | ১০ কার্তিক, ১৪৩১ | ২২ রবিউস সানি, ১৪৪৬

মূলপাতা দেশজুড়ে

ভারতে পালানোর সময় এস আলম গ্রুপের কর্মকর্তা গ্রেপ্তার


রাজনীতি সংবাদ প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া প্রকাশের সময় :২৫ অক্টোবর, ২০২৪ ১১:১৫ : অপরাহ্ণ
এস আলম গ্রুপের কর্মকর্তা সুজন কান্তি দে
Rajnitisangbad Facebook Page

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া দিয়ে ভারতে পালানোর সময় চট্টগ্রামের আনোয়ারা থানায় করা একাধিক মামলার আসামি সুজন কান্তি দে’কে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি এস আলম গ্রুপের কোল্ড রোল্ড স্টিলস লিমিটেডের সিনিয়র ডেলিভারি অফিসার পদে দায়িত্বে ছিলেন।

আজ শুক্রবার সন্ধ্যায় তাকে গ্রেপ্তার দেখিয়ে থানায় সোপর্দ করেন আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন পুলিশ।

আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশের ইনচার্জ খায়রুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

সুজন কান্তি দে চট্টগ্রামের আনোয়ারা থানার মালঘর গ্রামের বাসিন্দা সনজিত কান্তি দে’র ছেলে। তিনি এস আলম গ্রুপে ২৩ বছর ধরে চাকরি করে আসছেন।

জানা গেছে, সুজন কান্তি দে’র বিরুদ্ধে আনোয়ারা থানায় নিয়মিত মামলাসহ এস আলম গ্রুপের কর্ণধারকে অর্থ পাচারে সহায়তা করার অভিযোগ রয়েছে।

এদিকে ২২ অক্টোবর আখাউড়া দিয়ে ভারতে পালানোর চেষ্টাকালে চট্টগ্রামের রাউজানের বিনাজুরি ইউপির সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি সুকুমার বড়ুয়া এবং তার মেয়ে জামাই সাংবাদিক নেতা প্রণব কান্তি বড়ুয়াকে আটক করে আন্তর্জাতিক ইমিগ্রেশন পুলিশ।

আরও পড়ুন: নিষিদ্ধ হতে পারে আওয়ামী লীগ

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর