বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪ | ৬ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৮ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা শিক্ষা

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ

পাসের হার কমেছে, জিপিএ-৫ বেড়েছে ৫৩ হাজারের বেশি



রাজনীতি সংবাদ প্রতিবেদক, ঢাকা প্রকাশের সময় :১৫ অক্টোবর, ২০২৪ ১১:১৯ : পূর্বাহ্ণ

চলতি বছরের এইচএসসি, আলিম, এইচএসসি ভোকেশনাল, এইচএসসি ব্যবসা ব্যবস্থাপনা (বিএম) ও ডিপ্লোমা-ইন-কমার্স পরীক্ষায় পাসের হার কমেছে। তবে এবার জিপিএ-৫ বেড়েছে ৫৩ হাজারের বেশি।

আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়।

ঘোষিত ফলাফলে দেখা গেছে, নয়টি সাধারণ শিক্ষাবোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ডে এবার গড় পাসের হার ৭৭ দশমিক ৭৮ শতাংশ।

গত বছর মোট পাসের হার ছিল ৭৮ দশমিক ৬৪ শতাংশ। সেই হিসাবে এবার পাসের হার ০.৮৬ শতাংশ কমেছে।

এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন এইচএসসিতে পাসের হার ৭৫ দশমিক ৫৬ শতাংশ। গত বছর পাশের হার ছিল ৭৫ দশমিক ৯ শতাংশ। ফলে এবার পাসের হার ০.৪৭ শতাংশ বেড়েছে। চলতি বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে মোট এইচএসসি পরীক্ষার্থী ছিল ১৩ লাখ ৩১ হাজার ৫৮ জন।

এবার নয়টি সাধারণ শিক্ষাবোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ড মিলে জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ৪৫ হাজার ৯১১ জন। গত বছর জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ছিল ৯২ হাজার ৫৯৫ জন। সেই হিসাবে এ বছর জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে ৫৩ হাজার ৩১৬ জন।

 

এদিকে মাদ্রাসা বোর্ডে পাশের হার হলো ৯৩ দশমিক ৪০ শতাংশ। গত বছর পাশের হার ছিল ৯০ দশমিক ৭৫ শতাংশ। সেই হিসাবে মাদ্রাসায় পাসের হার ২ দশমিক ৬৫ শতাংশ বেড়েছে।

কারিগরি বোর্ডে পাশের হার হলো ৮৮.০৯ শতাংশ। গত বছর পাশের হার ছিল ৯১ দশমিক ২৫ শতাংশ। সেই হিসাবে কারিগরি বোর্ডে পাসের হার ৩.১৬ শতাংশ কমেছে।

আরও পড়ুন: এইচএসসি ও সমমান পরীক্ষার ফল জানা যাবে যেভাবে

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর