বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪ | ৬ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৮ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা চট্ট-মেট্টো

চট্টগ্রাম চেম্বারের প্রশাসকের মেয়াদ আরও ৩ মাস বাড়লো


আগ্রাবাদে চট্টগ্রাম চেম্বারের অর্থায়নে নির্মিত ওয়ার্ল্ড ট্রেড সেন্টার। এই ভবনেই চট্টগ্রাম চেম্বারের প্রধান কার্যালয়।

রাজনীতি সংবাদ প্রতিবেদক, চট্টগ্রাম প্রকাশের সময় :২ অক্টোবর, ২০২৪ ১১:২২ : পূর্বাহ্ণ

ব্যবসায়ীদের দাবির মুখে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রশাসকের মেয়াদ আরও ৯০ দিন (তিন মাস) বাড়িয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। এখন ৭ মাস পর্যন্ত চট্টগ্রাম চেম্বারের প্রশাসকের দায়িত্ব পালন করতে পারবেন চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মুহাম্মদ আনোয়ার পাশা।

বাণিজ্য মন্ত্রণালয়ের পরিচালক বাণিজ্য সংগঠনের (ডিটিও) মহাপরিচালক ড. নাজনীন কাউসার চৌধুরী চট্টগ্রাম চেম্বারের প্রশাসকের মেয়াদ আরও ৯০ দিন বৃদ্ধি করার বিষয়টি রাজনীতি সংবাদকে নিশ্চিত করেছেন। বাণিজ্য মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি চিঠি গতকাল মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম চেম্বারের প্রশাসকের কাছে পাঠানো হয়েছে।

বাণিজ্য মন্ত্রণালয়ের ডিটিও মহাপরিচালক ড. নাজনীন কাউসার চৌধুরী রাজনীতি সংবাদকে বলেন, ‘চট্টগ্রাম চেম্বারের সকল সদস্যের ভোটাধিকার নিশ্চিত করার জন্য ব্যবসায়ীরা প্রশাসকের মেয়াদ বাড়ানোর দাবি জানিয়েছিলেন। তাদের এ দাবি যৌক্তিক মনে করে প্রশাসকের মেয়াদ আমরা আরও ৩ মাস বাড়িয়েছি। আশা করছি, এখন চেম্বারের নির্বাচনে সকল সদস্যের ভোটাধিকার নিশ্চিত হবে।’

গত ৯ সেপ্টেম্বর চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মুহাম্মদ আনোয়ার পাশাকে ১২০ দিনের (৪ মাস) জন্য চট্টগ্রাম চেম্বারের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। এখন তার মেয়াদ আরও ৯০ দিন (৩ মাস) বাড়ানো হয়েছে।

চট্টগ্রাম চেম্বারের আসন্ন নির্বাচনে পুরাতন ও নতুন সদস্যদের ভোটাধিকার নিশ্চিত করতে আরও ৪ মাস প্রশাসকের মেয়াদ বাড়ানোর দাবি জানিয়েছিলেন ব্যবসায়ীরা। বিষয়টি চিঠির মাধ্যমে বাণিজ্য মন্ত্রণালয়ের ডিটিও মহাপরিচালককে অবহিত করেন চেম্বারের প্রশাসক।

প্রথমে ১২০ দিনের জন্য চট্টগ্রাম চেম্বারের প্রশাসক নিয়োগ দেওয়া হয়। কিন্তু ১২০ দিনের মধ্যে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করা নিয়ে সংশয় দেখা দেয়। কারণ চট্টগ্রাম চেম্বারের নির্বাচনে নতুন সদস্যদের ভোটের চার মাস আগে ভোটার হতে হয়। ফলে প্রশাসক নিয়োগের পর থেকে চেম্বারের যারা নতুন সদস্য হয়েছেন বা হচ্ছেন তারা ভোট দিতে পারবেন না। এখন চেম্বারের প্রশাসকের মেয়াদ আরও ৩ মাস বাড়ায় নতুন সদস্যরা ভোটার হতে পারবেন।

 

কিন্তু চেম্বারের পুরাতন সদস্য যারা ৩০ সেপ্টেম্বরের মধ্যে সদস্যপদ রিনিউ (নবায়ন) করতে পারেনি তারা ভোটার হতে পারবেন না। তবে তারা নতুন করে সদস্য হলে ভোটার হতে পারবেন। পুরাতন সদস্যদের নির্বাচনের তিন মাস আগে সদস্যপদ রিনিউ করতে হয়। গত ১ জুলাই থেকে চেম্বারের পুরাতন সদস্যদের সদস্যপদ নবায়ন শুরু হয়। যা শেষ হয় ৩০ সেপ্টেম্বর।

গত ৫ আগস্ট দেশে ক্ষমতার পটপরিবর্তনের পর চট্টগ্রাম চেম্বার ঘিরে ব্যবসায়ীরা আন্দোলনে নামেন। চেম্বারে স্বেচ্ছাচারিতা ও পরিবারতন্ত্র প্রতিষ্ঠা করার অভিযোগে নগরীর আগ্রাবাদের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের সামনে বিক্ষোভ করেন ব্যবসায়ীরা। এ পরিস্থিতিতে চাপে পড়ে গত ২ সেপ্টেম্বর চট্টগ্রাম চেম্বারের বিনাভোটে নির্বাচিত সকল পরিচালক পদত্যাগ করেন। এরপর গত ৯ সেপ্টেম্বর বাণিজ্য মন্ত্রণালয় চট্টগ্রাম চেম্বারে প্রশাসক নিয়োগ দেয়। প্রশাসক নিয়োগের পর চট্টগ্রাম চেম্বারের নতুন নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে।

আরও পড়ুন: চট্টগ্রাম চেম্বারের ভোটের লড়াইয়ে নামতে পারেন আলোচিত ৫ ব্যবসায়ী

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর