মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪ | ১৮ অগ্রহায়ণ, ১৪৩১ | ৩০ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা জাতীয়

শেখ হাসিনার বিচার কেন হবে না, প্রশ্ন ড. ইউনূসের


যুক্তরাষ্ট্রে নিউইয়র্ক টাইমস আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবি: সংগৃহীত

রাজনীতি সংবাদ ডেস্ক
প্রকাশের সময় : ২৬ সেপ্টেম্বর ২০২৪, ৯:২৫ অপরাহ্ণ

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস প্রশ্ন রেখে বলেছেন, ‘বিগত সরকারের সময় দেশের সকল প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছে। শেখ হাসিনার বিচার কেন হবে না? যদি তিনি অপরাধ করে থাকেন তাহলে তাকে অবশ্যই তার অপরাধের জন্য বিচারের মুখোমুখি হতে হবে।’

তিনি বলেন, ‘ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অপরাধ করে থাকলে তাকে প্রত্যর্পণ করা উচিত।’

স্থানীয় সময় বুধবার নিউইয়র্ক টাইমস আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ‘নিউইয়র্ক টাইমস ক্লাইমেট ফরওয়ার্ড সামিট’ নামের এ অনুষ্ঠানে উঠে আসে বাংলাদেশের রাজনীতির নানা ইস্যু।

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন উপলক্ষে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থান করছেন অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস।

গণঅভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দেওয়া ড. ইউনূসের কাছে জানতে চাওয়া হয়, তিনি প্রধানমন্ত্রী পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করার কোনো পরিকল্পনা করছেন কি না?

নোবেলজয়ী এই অর্থনীতিবিদ অনুষ্ঠানের সঞ্চালককে পাল্টা প্রশ্ন করে বলেন, ‘আমাকে কি দেখে মনে হয় আমি নির্বাচনের জন্য দৌঁড়াতে পারি? কোনোভাবেই সে সুযোগ নেই। আমি তেমন মানুষই নই।’

ড. ইউনূস বলেন, ‘বাংলাদেশে কবে নির্বাচন হবে সেই সময়সীমা ঠিক করা হয়নি। যে কমিশনগুলো গঠন করা হয়েছে, সেগুলো আগামী মাসে তাদের সংস্কার সুপারিশ প্রদান করবে বলে আশা করা হচ্ছে। তারপরে দেশে জাতীয় নির্বাচনের তারিখ নির্ধারণ করা হবে।’

 

প্রধান উপদেষ্টা বলেন, ‘সংস্কারের উদ্দেশ্যে ছয়টি কমিশন কাজ করছে। তিন মাস পরে তারা রিপোর্ট দেবে। তাদের রিপোর্ট পাওয়ার পর রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা হবে। তার পরেই নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত হবে।’

কোনভাবেই বাংলাদেশ আর ৫ আগস্টের আগে ফিরতে চায় না জানিয়ে ড. ইউনূস বলেন, ‘পুরাতন বাংলাদেশ আর ফিরে যেতে চায় না কেউ। তরুণদের ত্যাগের মাধ্যমে গঠিত হয়েছে নতুন বাংলাদেশ। এই বাংলাদেশ এখন সামনের দিকেই এগিয়ে যেতে চায়। কোনোভাবেই আর পেছনের দিকে নয়।’

আরও পড়ুন: শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যা জানালেন জয়

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর