শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা চট্ট-মেট্টো

রাউজানের সাবেক এমপি ফজলে করিম দুই দিনের রিমান্ডে


আজ সকালে চট্টগ্রাম আদালতে হাজির করা হয় রাউজানের সাবেক এমপি ফজলে করিম চৌধুরীকে। ছবি: সংগৃহীত

রাজনীতি সংবাদ প্রতিবেদক, চট্টগ্রাম প্রকাশের সময় :২৪ সেপ্টেম্বর, ২০২৪ ৪:০৯ : অপরাহ্ণ

রাউজানের (চট্টগ্রাম-৬) সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীকে দুই দিনের রিমান্ড পেয়েছে পুলিশ। রাউজানে মুনিরীয়া যুব তবলীগ কমিটির এবাদতখানা ও লাইব্রেরি ভেঙে দেওয়ার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তার রিমান্ড মঞ্জুর করে আদালত।

আজ মঙ্গলবার সকালে শুনানি শেষে এ আদেশ দেন চট্টগ্রামের জ্যেষ্ঠ বিচারিক হাকিম নুরুল হারুন।

মুনিরীয়া যুব তবলীগ কমিটি রাউজানের কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফ কেন্দ্রিক একটি অরাজনৈতিক তরিকত্বভিত্তিক সংগঠন। সংসদ সদস্য থাকাকালে মুনিরীয়া যুব তবলীগ কমিটির সাথে ফজলে করিমের বিরোধ ছিল চরমে।

এদিকে ফজলে করিমকে আদালতে হাজির করে পুলিশ পাঁচটি মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করলে বিচারক তা মঞ্জুর করেন। এসব মামলার মধ্যে তিনটি হত্যা মামলা, বাকি দুটি ভাঙচুরের।

শুরুতে সকাল ৮টায় ফজলে করিমকে নেওয়া হয় মুখ্য মহানগর হাকিম সরকার হাসান শাহরিয়ারের আদালতে। সেখানে পাঁচলাইশ ও চকবাজার থানার দুটি হত্যা মামরায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়।

তারপর ফজলে করিমকে নেওয়া হয় মহানগর হাকিম আবু বকর সিদ্দিকের আদালতে। সেখানে চান্দগাঁও থানার হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেন বিচারক।

এই তিন মামলার মধ্যে পাঁচলাইশ ও চকবাজার থানার মামলা দুটিতে ২৫ সেপ্টেম্বর এবং চান্দগাঁও থানার মামলাটিতে ২৬ সেপ্টেম্বর জামিন আবেদনের শুনানির দিন নির্ধারণ করা হয়েছে।

গত ১২ সেপ্টেম্বর অবৈধভাবে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার গাজীরবাজার থেকে ফজলে করিমকে আটক করে বিজিবি। পরে ১৯ সেপ্টেম্বর বিকেলে তাকে একটি হেলিকপ্টারে করে ব্রাহ্মণবাড়িয়া কারাগার থেকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আনা হয়।

আজ বৃহস্পতিবার সকালে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম গণমাধ্যমে পাঠানো এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেন।

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন ফজলে করিম চৌধুরী। হত্যা, অপহরণ, মুক্তিপণ আদায়, হত্যাচেষ্টা, অস্ত্র দিয়ে ফাঁসানো, অস্ত্রের মুখে জমি লিখিয়ে নেয়া, ভাঙচুর, দখলসহ বিভিন্ন অভিযোগে এখন পর্যন্ত ফজলে করিমের বিরুদ্ধে চট্টগ্রামের বিভিন্ন থানায় ১০টি মামলা হয়েছে। 

উল্লেখ্য, ২০০১ সাল থেকে আওয়ামী লীগের মনোনয়নে টানা পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন এ বি এম ফজলে করিম চৌধুরী। ২০০৮ সালে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর গত ১৫ বছর ধরে তিনি রাউজানের ত্রাস ছিলেন।

আরও পড়ুন: ভারতে পালানোর সময় আ.লীগের সাবেক এমপি ফজলে করিম আটক

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর