বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪ | ৬ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৮ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা রাজধানী

বায়তুল মোকাররমের খতিব মুফতি রুহুল আমিনকে অপসারণ


মুফতি রুহুল আমিন

রাজনীতি সংবাদ প্রতিবেদক, ঢাকা প্রকাশের সময় :২২ সেপ্টেম্বর, ২০২৪ ৫:৪৬ : অপরাহ্ণ

বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মো. রুহুল আমিনকে খতিবের পদ থেকে অপসারণ করা হয়েছে। আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুবকর সিদ্দীকর সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মো. রুহুল আমিনকে যথাযথ প্রক্রিয়া অনুসরণের মাধ্যমে খতিবের পদ থেকে অপসারণ করা হয়েছে।

গত শুক্রবার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সাবেক খতিব মাওলানা মুফতি রুহুল আমীনের ফিরে আসাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে।

জানা যায়, জুমার নামাজ শুরুর আগে বায়তুল মোকাররমের বর্তমান খতিব হাফেজ মাওলানা ড. মুফতি ওয়ালিয়ুর রহমান খান বয়ান করছিলেন। এ সময় আওয়ামী লীগ সরকারের সময় নিয়োগ পাওয়া পলাতক খতিব মুফতি রুহুল আমিন বয়ান করার জন্য আসেন। তিনি মসজিদে ঢুকে বর্তমান খতিবের মাইক্রোফোনে হাত দেন। এ সময় সাধারণ মুসল্লিরা আপত্তি করেন। তারা মুফতি রুহুল আমিনের পেছনে নামাজ পড়তে অনীহা প্রকাশ করেন। এ সময় মুফতি রুহুল আমিনের সঙ্গে আসা ভাড়াটিয়া কিছু লোক মুসল্লিদের ওপর হামলা করেন। তখন মুসল্লিরা তাদের প্রতিরোধ করেন। পরে দুপক্ষের লোকজন হাতাহাতি ও মারামারিতে জড়ান।

 

উদ্ভূত পরিস্থিতিতে খতিব মুফতি রুহুল আমিন নামাজ না পড়িয়ে মসজিদ ত্যাগ করেন।

খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ ও র‍্যাবের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। পরে পরিবেশ শান্ত হলে আবারও সাধারণ মুসল্লিরা মসজিদে প্রবেশ করেন।

মসজিদের মতো পবিত্র জায়গায় আওয়ামী লীগ সরকারের আমলে নিয়োগ পাওয়া রুহুল আমিনের এমন কাণ্ডে সারাদেশে ব্যাপক সমালোচনা হয়।

উল্লেখ্য, শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে লাপাত্তা ছিলেন বায়তুল মোকাররমের খতিব মাওলানা মুফতি রুহুল আমীন। তার গ্রামের বাড়ি গোপালগঞ্জে। পরবর্তীতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে নতুন একজন খতিবকে দায়িত্ব দেওয়া হয়।

আরও পড়ুন: বায়তুল মোকাররমে ফিরে এলেন ‘পলাতক’ খতিব, দুপক্ষের সংঘর্ষ

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর